Blog

অরেঞ্জ কাউন্টির অ্যানাহেইম এ হ্যালোইন প্যাঁরেড অনুষ্ঠিত

দিনটিতে একে অন্যকে ‘হ্যাপি হ্যালোইন’ বলে কুশল বিনিময় করতে দেখা যায়

উক্ত প্যাঁরেডে কাউন্টিতে বসবাসরত বিপুল সংখ্যক বাঙ্গালী অংশগ্রহণ করে

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির অ্যানাহেইম এ হ্যালোইন প্যাঁরেড অনুষ্ঠিত | এ দিনটিকে ঘিরে পুরো অক্টোবর মাসব্যাপী চলে আয়োজনের ঘনঘটা। কুমড়োর লণ্ঠন তৈরি, বাড়িঘর-রাজপথ সাজানো ও চকলেট-পেস্ট্রি তৈরিতে ব্যস্ত থাকে আয়োজকরা।

এতে উক্ত কাউন্টিতে বসবাসরত বিপুল সংখ্যক বাঙ্গালী à¦ªà§à¦¯à¦¾à¦à¦°à§‡à¦¡à§‡ à¦…ংশগ্রহণ করে 

বিশেষত সাজসজ্জার সরঞ্জাম, ক্যান্ডিসহ নানা ধরনের সামগ্রী প্রস্তুতকারীদের জন্য হ্যালোইন-বাণিজ্য বৃদ্ধির আমেরিকার ব্যবসায়ীদের জন্য আশীর্বাদের উৎসব। দিনটিতে একে অন্যকে ‘হ্যাপি হ্যালোইন’ বলে কুশল বিনিময় করতে দেখা যায়।

আমেরিকায় হ্যালোইন ডে-র আনুষ্ঠানিকতা বাড়তে থাকে। পরে দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে গণ্য করা হয়। ছোট ছোট বাচ্চারা এদিন বাড়ি বাড়ি ঘুরে দরজায় কড়া নেড়ে বলে ‘ট্রিক অর ট্রিট’। তখন সেই বাড়ির থেকে বাচ্চাদের ঝুলিতে কিছু ক্যান্ডি বা খাবার-দাবার দিয়ে দেওয়া হয়। বাড়ি গুলো  খুব সুন্দর ভাবে কুমড়ো দিয়ে  সাজানো থাকে।

সমস্ত ছুটির মধ্যে, হ্যালোইন হল আমেরিকাতে বসবাসকারী সমস্ত সংস্কৃতি থেকে আসা ধর্মীয় বা পৌত্তলিক বিশ্বাস, আচার, বা ঐতিহ্যের মানুষদের কাছে অন্যতম ছুটির দিন। হ্যালোইন আনুষ্ঠানিকভাবে উপস্থিত হয়েছে।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment