Blog

হ্যালোউইন নিজেদের নয়, ভূতেদের দিন

যদিও হ্যালোউইন-এর সূচনা আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড থেকে তবে বর্তমানে এই উৎসব ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে

হ্যালোউইনের অন্যতম ঐতিহ্য হল বাড়ি সাজানো। এ সময় বাড়ির দরজায় কাপড় দিয়ে বানানো আত্মার ছবি টাঙ্গানো, বাড়ির সামনে আত্মার প্রতিকৃতি বানানো এবং আত্মার জন্য তোরণ ইত্যাদি তৈরি করা এক ধরণের রেওয়াজ

এসে গেল বছরের সেই বিশেষ সময়। নিজেদের নয়, ভূতেদের দিন। ভূতুরে পোশাকে সেজে, ভূতুরে ডেকরেশনে, ভূতুরে খাবার-দাবার ও কার্যকলাপ উদযাপনের সময়। ঠিক ধরেছেন। হ্যালোউইন। প্রতি বছর ৩১ অক্টোবর সারা বিশ্বে খ্রিস্টানরা এই দিন পূর্ব পুরুষদের স্মরণ করে উদযাপন করে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে সংস্কৃতি অনুযায়ী বদলে যায় হ্যালোউইন পালনের রীতি।

প্রতি বছর ৩১ অক্টোবর মৃত আত্মাদের স্মরণে হ্যালোউইন পালিত হয়। ‘হ্যালোইন’ বা ‘হ্যালোউইন’ শব্দটি এসেছে স্কটিশ ভাষার শব্দ ‘অল হ্যালোজ’ ইভ থেকে। হ্যালোইন শব্দের উৎপত্তি ১৭৪৫ সালের দিকে। ‘হ্যালোউইন’ শব্দের অর্থ ‘শোধিত সন্ধ্যা বা পবিত্র সন্ধ্যা’। এই হ্যালোউইন পালন করা নিয়ে ইউরোপ-আমেরিকায় মাতামাতির শেষ নেই।

রাতটি উদযাপন করতে সেখানে মাসজুড়ে প্রস্তুতি চলে। এ দিনটিকে ঘিরে পুরো অক্টোবর মাসব্যাপী চলে আয়োজনের ঘনঘটা। কুমড়োর লণ্ঠন তৈরি, বাড়িঘর-রাজপথ সাজানো ও চকলেট-পেস্ট্রি তৈরিতে ব্যস্ত থাকে আয়োজকরা।

হ্যালোউইন ঘটা করে পালন করে ইউনিসেফও। তাদের সঙ্গে যুক্ত শিশুদের অনেকেই এদিন ভূত সেজে ‘ট্রিক অর ট্রিট’ খেলার ছলে সংগ্রহ করে তহবিল। আর সে তহবিল খরচ হয় অসহায় শিশুদের জন্য।

বর্তমানে আমেরিকায় হ্যালোউইন ডে’র বাণিজ্যিক গুরুত্বও রয়েছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হ্যালোউইন উপলক্ষে পোশাক-সহ অন্যান্য ফ্যাশনে নানা ধরনের পরিবর্তন প্রতি বছরই হয়ে থাকে।

বিশেষত সাজসজ্জার সরঞ্জাম, ক্যান্ডি-সহ নানা ধরনের সামগ্রী প্রস্তুতকারীদের বাণিজ্য বৃদ্ধির জন্য আমেরিকার ব্যবসায়ীদের কাছে হ্যালোউইন আশীর্বাদের উৎসব। দেশটি প্রতিবছর হ্যালোউইন ডে উৎসবে খরচ করে প্রায় ছয় বিলিয়ন মার্কিন ডলার।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment