Blog

টানা পাঁচ হারে পয়েন্ট টেবিলের তলানিতে বাংলাদেশ

সহজ লক্ষ্য তাড়ায় রান তাড়ায় ভালো শুরুর প্রয়োজন ছিল বাংলাদেশের। তবে শুরুটা ভালো করতে পারেননি দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম

বাংলাদেশকে পাত্তা না দিয়ে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস

টানা পাঁচ হারে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গেছে বাংলাদেশ। নিজেদের খেলা ছয় ম্যাচের মধ্যে শুধুমাত্র আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে সাকিব আল হাসানের দল।

কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রানের সংগ্রহ পায় নেদারল্যান্ডস। জবাবে ব্যাট করতে নেমে ৪২ দশমিক ২ ওভারে মাত্র ১৪২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

নেদারল্যান্ডস: ৫০ ওভারে ২২৯ (বিক্রমজিত ৩, ডাউড ০, বারেসি ৪১, অ্যাকারম্যান ১৫, এডওয়ার্ডস …, ডি লিডি ১৭, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ৩৫, লোগান ফন বিক ২৩*, শারিজ আহমেদ ৬, আরিয়ান দত্ত ৯, পল ফন মিকেরেন ০; অতিরিক্ত ১২; শরিফুল ১০-০-৫১-২, তাসকিন ৯-১-৪৩-২, সাকিব ১০-১-৩৭-১, মিরাজ ৪-০-১৭-০, মুস্তাফিজ ১০-১-৩৬-২, মেহেদি ৭-০-৪০-২)।

বাংলাদেশ: ৪২.২ ওভারে ১৪২ (লিটন ৩, তানজিদ ১৫, মিরাজ ৩৫, নাজমুল ৯, সাকিব ৫, মুশফিকুর ১, মাহমুদউল্লাহ ২০, মেহেদী ১৭, তাসকিন ১১, মোস্তাফিজুর ২০, শরীফুল ০*; অতিরিক্ত ৬; আরিয়ান ১০-৩-২৬-১, লোগান ৯-১-৩০-১, আকারম্যান ৭-১-২৫-১, মিকেরেন ৭.২-০-২৩-৪, ডি লিডি ৭-০-২৫-০, আহমেদ ২-০-১৩-০)।

ফল: বাংলাদেশ ৮৭ রানে পরাজিত।

ম্যান অব দা ম্যাচ: পল ফন মিকেরেন।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment