Blog

১৯০৪ সালের শাহবাগ এলাকার স্থাপনা

বেশকিছু স্থাপনা কালের গর্ভে বিলীন হয়েছে

'ফ্রিৎজ ক্যাপ' তৎকালীন ঢাকার বেশ কিছু ছবি তুলেছিলেন

১৯০৪ সালের শাহবাগ এলাকার স্থাপনা। ঢাকায় ব্যবসায়ী ও জমিদার 'নবাব পরিবারের' বিপুল পরিমাণ জমি শাহবাগে ছিল।

এখানে তাঁদের বেশকিছু স্থাপনা কালের গর্ভে বিলীন হয়েছে।

ছবিতে, শাহবাগে অবস্থিত বাগানবাড়ির সুরম্য অট্টালিকা ও জলাধার দৃশ্যমান। আলোকচিত্রী ফ্রিৎজ ক্যাপ ।

খাজা পরিবারের অর্থায়নে, 'ফ্রিৎজ ক্যাপ' তৎকালীন ঢাকার বেশ কিছু ছবি তুলেছিলেন।

ফ্রিৎজ ক্যাপ সম্পর্কে খুব বেশী তথ্য পাওয়া যায়না। ইতিহাসবিদরাও পরস্পর বিরোধী মতামত দিয়ে থাকেন।

তবে, এটি নিশ্চিতভাবে বলা যায় পূর্ববঙ্গের প্রথম ফটো স্টুডিও তিনি স্থাপন করেছিলেন ওয়াইজঘাট এলাকায়।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment