Blog

বাফলার বার্ষিক ফান্ড রাইজিং প্রোগ্রাম ১৯ নভেম্বর ২০২৩

বাংলাদেশি সংগঠন হিসেবে বাফলা চ্যারিটি জনহিতকর কাজ করে থাকে এবং বিগত কয়েক বছর ধরে জনহিতকর কাজ করে সুনাম অর্জন করেছে

ফান্ড রাইজিং অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ জনহিতকর কাজে ব্যবহৃত হয়

মুহাম্মাদ আব্দুল গাফফার, বাঙ্গালী ভয়েস প্রতিনিধি: লস এঞ্জেলেসে বাংলাদেশের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস, (বাফলা) দেশে-বিদেশে জনকল্যাণমূলক কাজের ধারাবহিকতায় আগামী ১৯ নভেম্বর ২০২৩ , রবিবার, বাফলার বার্ষিক ফান্ড রাইজিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। 

এতে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন বাফলার বর্তমান কমিটি। সকল প্রবাসীদের প্রতি বাফলার এই চ্যারিটির কাজগুলোতে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে ।

ফান্ড রাইজিং অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ বাংলাদেশে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ, শীতের জ্যাকেট বিতরণ এবং লসঅ্যাঞ্জেলেসে গৃহহারাদের মধ্যে খাদ্য বিতরণ, স্বাস্থ্যমেলার আয়োজন, প্রাকৃতিক দুর্যোগে প্রয়োজনীয় সাহায্য ও জনহিতকর কাজে ব্যবহৃত হয়ে থাকে।

উল্লেখ্য, লসঅ্যাঞ্জেলেসে কোনো বাংলাদেশি সংগঠন হিসেবে একমাত্র বাফলা চ্যারিটিই জনহিতকর কাজ করে থাকে এবং বিগত কয়েক বছর ধরে জনহিতকর কাজ করে সুনাম অর্জন করেছে।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment