Blog

তার নাম বরিশাল এক্সপ্রেস

বরিশাল এক্সপ্রেস সকাল ৮টা ৩০ মিনিটে খুলনা স্টেশন ছাড়তো বেলা ৩টা ০৫ মিনিটে কলকাতা স্টেশন পৌছাতো

ছবিটি ১লা আগষ্ট ১৯৪৭ সালের
তার নাম বরিশাল এক্সপ্রেস !
ট্রেন নং ছিল ৩১ ও ৩২ চলাচল করতো খুলনা কলকাতা রুটে । বরিশাল এক্সপ্রেস সকাল ৮টা ৩০ মিনিটে খুলনা স্টেশন ছাড়তো বেলা ৩টা ০৫ মিনিটে কলকাতা স্টেশন পৌছাতো ।
 
তখন যাত্রাপথে সময় লাগতো ৬ ঘন্টা ৩৫ মিনিট । ১৯৪৭ সালের ভারত বিভক্তির পর এই ট্রেন সার্ভিস বন্ধ হয়ে যায় ।
 
ছবিটি ১লা আগষ্ট ১৯৪৭ সালের । ছবিতে বরিশাল এক্সপ্রেস বনগাঁও স্টেশনে অবস্থান করছিল।
Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment