Blog

নিউইয়র্কে বছরের শেষ এবং সর্ববৃহৎ বাংলা পথমেলা

মেলা উপভোগ করলেন যুক্তরাষ্ট্রের মাটিতে নিজ দেশের সংস্কৃতির আবহমান ঐতিহ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা

বাংলাদেশ মার্চেন্ট এসোসিয়েশন এই পথমেলার আয়োজন করে
গতকাল ২২শে অক্টোবর রবিবার ২০২৩, ব্রুকলিনের ম্যাকডোনাল্ড এভিনিউ(বিটুইন চার্চ এভিনিউ এন্ড এভিনিউ সি)তে অনুষ্ঠিত হয়ে গেল বছরের শেষ এবং সর্ববৃহৎ পথমেলা।
 
বাংলাদেশ মার্চেন্ট এসোসিয়েশন এই পথমেলার আয়োজন করেছে। ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি মেলা উপভোগ করলেন যুক্তরাষ্ট্রের মাটিতে নিজ দেশের সংস্কৃতির আবহমান ঐতিহ্য দিয়ে।
মেলার প্রধান অতিথি বাংলা সিডি প্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ দুপুর ২টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। আবু জাফর মাহমুদ বলেন, সবার আগে আমাদের দেশ-বাংলাদেশ। আমাদের জন্মভূমি বাংলাদেশকে নানা আঙ্গিকে তুলে ধরার এই প্রয়াস তথা ব্রুকলিন পথমেলায় আয়োজকদের সঙ্গে থাকতে পেরে আমি ধন্য। তিনি পথমেলার সফলতাও কামনা করেন। উপস্থিত মেলা দর্শকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা হবেন আমাদের মেলার প্রাণ। ব্রুকলিন পথমেলার এসোসিয়েশনের সভাপতি লুৎফুল করিম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব এ এইচ খন্দকার জগলু উপস্থিত সাংবাদিকদের মেলার বিভিন্ন দিক তুলে ধরেন।
 
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের মাধ্যমে মূল মঞ্চে অনুষ্ঠান শুরু হয়। চারুকলার ছোট ছোট শিল্পীরা তাদের চমৎকার পারফরমেন্স দিয়ে বাংলাদেশকে উপস্থাপন করেন। বাংলাদেশীরা তাদের নিজস্ব শক্তি, চেতনা আর ভালোবাসা নিয়ে এই আমেরিকায় অসামান্য সাফল্যের দৃষ্টান্ত গড়ে তুলেছেন। মূলধারার রাজনীতি থেকে শুরু করে সবক্ষেত্রেই তারা ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে। আমেরিকান বাংলাদেশিদের জন্য এটা গৌরবের। অনুষ্ঠানে মূলধারার নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে উপস্থিত থেকে অনেকেই বক্তব্য দেন।
 
মেলায় ছিল বাহারি পণ্য দিয়ে সাজানো বিভিন্ন স্টল। এসব স্টলে ছিল পোশাক, রকমারি ফুড, গিফট আইটেম, বিভিন্ন হোম কেয়ার, মেডিকেল সার্ভিস। সন্দ্বীপ সোসাইটি আসন্ন নির্বাচন উপলক্ষে সন্দ্বীপ সোসাইটি একটি স্টল খোলে, যা অনেকের নজরে আসে। পথ মেলায় গণমাধ্যম সহ বিভিন্ন ব্যক্তিদেরকে সম্মাননা প্রদান করা হয়।সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখায় ২০২৩ সালের সেরা সাংবাদিক হিসেবে সন্মাননা পদক পেয়েছেন, বাংলাদেশী আমেরিকান সাংবাদিক এসোসিয়েশন এর সভাপতি জনাব শহীদ উল্লাহ কাইছার এবং আমেরিকা-বাংলাদেশ সাংবাদিক ফোরাম (এবিএসএফ) এর সভাপতি ও এস এ টিভি যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি শরীফ উদ্দীন সন্দ্বীপি। নিউওয়ার্ক ব্রুকলিন কিংস কাউন্টি থানার পুলিশের ক্যাপ্টেন (রিচি টেলর) Richie Taylor এর হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহন করেন। চার্চ-মাকডোনাল্ড বাংলাদেশ মার্চেন্ট এসোসিয়েশন ইনক'র পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রিজিয়া পারভীন, আছমা জাহান, বাদশা বুলবুল, রানো নেওয়াজ, মরিয়ম মারিয়া, চন্দ্রা রয়, শামীম সিদ্দিকী, কৃষ্ণা তিথি ও নিপা জামানসহ ১২ জন শিল্পী।
 
মেলা সকাল ১১টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে। অনুষ্ঠানের সার্বিক উপস্থানায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল।
অনুষ্ঠান শেষে সভাপতি লুৎফুল করিম উপস্থিত সকলের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, এভাবে নিউইয়র্ক বাসী যদি সহযোগিতা করেন, তাহলে আগামীতে আরো ভালো মেলা উপহার দিবেন তিনি। মেলার আহবায়ক জাহাঙ্গীর আলম সকলের প্রতি সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment