Blog

বাংলাদেশী আমেরিকান ইঞ্জিনিয়ারদের সংগঠন AABEA এর বাৎসরিক পিকনিক অনুষ্ঠিত

বাংলাদেশী আমেরিকান ইঞ্জিনিয়ারদের সংগঠন, আমেরিকান এসোসিয়েশান অব বাংলাদেশী ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেক্টস (AABEA) ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের বাৎসরিক পিকনিক, ২২ শে অক্টোবর রোজ রবিবার কার্বন ক্যানিয়ন রিজিওনাল পার্ক, ব্রেয়া, ক্যালিফোর্নিয়া তে অনুষ্ঠিত

বাংলাদেশী আমেরিকান ইঞ্জিনিয়ারদের সংগঠন AABEA এর বাৎসরিক পিকনিক অনুষ্ঠিত

রৌদ্রোজ্জ্বল দিনে অত্যন্ত বর্ণিল এবং মনোরম ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশী আমেরিকান ইঞ্জিনিয়ারদের সংগঠন, আমেরিকান এসোসিয়েশান অব বাংলাদেশী ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেক্টস (AABEA) ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের বাৎসরিক পিকনিক। ২২ শে অক্টোবর রোজ রবিবার কার্বন ক্যানিয়ন রিজিওনাল পার্ক, ব্রেয়া, ক্যালিফোর্নিয়া তে অনুষ্ঠিত পিকনিকে সকল বাংলাদেশী আমেরিকান ইঞ্জিনিয়ার এবং তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সবাই মিলে একটি অপূর্ব সুন্দর দিন কাটিয়েছেন।

দুপুর গড়ানোর সাথে সাথেই সবার উপস্থিতি মুহূর্তেই মুখরিত করে তুলে রিজিওনাল পার্ক প্রাঙ্গন। গান বাজনা, মজাদার বাঙ্গালীয়ানা সুস্বাদু খাবার, বিভিন্ন রকমের খেলাধুলায় মাতোয়ারা ছিলেন আগত অতিথিগণ। বিকেলের মিষ্টিরোদে কেউ কেউ খোশগল্পে মেতে উঠেন। AABEA সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বর্তমান নেতৃবৃন্দকে বিশেষ ধন্যবাদ জানান কমিউনিটির বিশিষ্ট জনেরা এবং AaBea ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের সকল সদস্যগণ |

পিকনিক চলাকালিন একটি বিশেষ মুহুর্তে স্বাগত বক্তব্য রাখেন AABEA ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের বর্তমান সভাপতি দক্ষিন ক্যালিফোর্নিয়ার অত্যন্ত পরিচিত মুখ ইঞ্জিঃ মোঃ মহিবুর রইস, সাধারন সম্পাদক ইঞ্জিঃ কামরুল ইসলাম, ইঞ্জিঃ ড. শেখ মঈন উদ্দিন , ইঞ্জিঃ ড. রাহি, ইঞ্জিঃ রহুল আমিন ভূইয়া সহ আরো অনেকেই। সভাপতি জনাব ইঞ্জিঃ মোঃ মহিবুর রইস পিকনিকে আসা সকল অতিথি বৃন্দকে তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়ে পিকনিক সফল করার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উক্ত পিকনিকে, আমেরিকান এসোসিয়েশান অব বাংলাদেশী ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেক্টস (AABEA) ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের সাবেক প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রে রকেট ডিজাইন ও উন্নয়নে দীর্ঘ তিন দশক ধরে নিয়োজিত খ্যাতিমান প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ড. জাহিদুল হাসান মুশফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হয় এবং মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোআ করা হয় | উক্ত দোআ ও মোনাজাত পরিচালনা করেন ইঞ্জিঃ ইসমাইল হোসেন |

সবশেষে সংগঠনটির প্রেসিডেন্ট ইঞ্জিঃ মোঃ মহিবুর রইস সমাপনী বক্তব্য দেন এবং আসন্ন AaBea এর ফ্যামিলি নাইট সম্পর্কে সকলকে অবহিত করেন, সবশেষে তিনি বর্তমান কমিটির অন্যান্য সকল সদস্য ইঞ্জিঃ সিদ্দিক হোসেন (প্রেসিডেন্ট ইলেক্ট), ইঞ্জিঃ লামিসা সুলতানা (ট্রেজারার), ইঞ্জিঃ রহুল আমিন ভূইয়া (রিপ্রেজেন্টেটিভ, সেন্ট্রাল এস সি চ্যাপ্টার), ইঞ্জিঃ সানি কবির (এক্সিকিউটিভ মেম্বার), ইঞ্জিঃ মোঃ আব্দুল গাফফার (এক্সিকিউটিভ মেম্বার), ইঞ্জি তানভির চৌধুরী (এক্সিকিউটিভ মেম্বার), ইঞ্জিঃ মীর তানভীর (এক্সিকিউটিভ মেম্বার) এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান |

বাঙালি ভয়েস রিপোর্ট : Muhammad Abdul Gaffer, Executive Member, AABEA

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment