Blog

পাহাড় সমান রানের সামনে একাই লড়লেন মাহমুদউল্লাহ

শেষ অবধি ১১১ রান করেন মাহমুদউল্লাহ, ৪৬.৪ ওভারে ২৩৩ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ

বিশ্বকাপে টানা ৪ ম্যাচ হেরে অথৈ জলে বাংলাদেশ

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ বিশ্বকাপের ম্যাচে নেমেছিল দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ। হারের হ্যাটট্রিকের পর এমনিতেই বিধ্বস্ত ছিল টাইগার্সরা। নিয়মিত ক্যাপ্টেন সাকিব আল হাসান (Shakib Al Hasan) প্রোটিয়াদের বিরুদ্ধে ফেরার পরও দলের পারফরম্যান্সে কোনও পরিবর্তন হল না। বিশ্বকাপে টানা ৪ ম্যাচ হেরে অথৈ জলে বাংলাদেশ।

৮১ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকার জয় মনে হচ্ছিল সময়ের অপেক্ষা। সে অপেক্ষা বেড়েছে। বাড়িয়েছেন মাহমুদউল্লাহ। শেষ ৪ উইকেট জুটিতে বাংলাদেশ যোগ করেছে ১৫২ রান। তবে ৩৮৩ রানের লক্ষ্যে সেটি শুধু ব্যবধানই কমিয়েছে।

প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর টানা চারটি ম্যাচ হারল বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্নটা যে কার্যত শেষ এখন, সেটি বলাই যায়। রানরেটের হিসাবে এখন পয়েন্ট তালিকার তলানীতে বাংলাদেশ।

অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে হারার পর দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়াল দুর্দান্তভাবে। মুম্বাইয়ে ইংল্যান্ডের পর বাংলাদেশকে গুঁড়িয়ে দিল তারা। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে তারা। সেমিফাইনাল এখন বেশ নাগালে প্রোটিয়াদের।

পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় ঘটে। ওপেনিংয়ে তানজিদ হাসান (১২) এবং লিটন দাস (২২) দু’জনই বড় জুটি গড়তে ব্যর্থ। ৩৮৩ রানের টার্গেট তাড়া করায় বাংলাদেশের কোনও জুটিই জমাট হয়নি। নিয়মিত ব্যবধানে টাইগার্সদের ধাক্কা দিতে থাকেন মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়েটজিরা। বাংলাদেশের ক্যাপ্টেন ফেরেন ১ রানে। মেহেদি হাসান মিরাজ ১১ করেন। নাসুমের ব্যাটে এসেছে ১৯ রান। 

বাংলাদেশের হয়ে লড়াই করেন মাহমুদউল্লাহ। দলের চাপের মুখে ৬৭ বলে অর্ধশতরান করেন মাহমুদউল্লাহ। দেখতে দেখতে অপর প্রান্তে উইকেট পড়তে থাকলেও মাহমুদউল্লাহ দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। শেষ অবধি ১১১ রান করেন তিনি। ৪৬.৪ ওভারে ২৩৩ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে ১৪৯ রানের বড় ব্যবধানে জিতল দক্ষিণ আফ্রিকা। একইসঙ্গে প্রোটিয়ারা পৌঁছে গেল পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে।

 

 

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment