Blog

বাংলার বীর আতাউল গনি ওসমানী

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠাতা, বাংলাদেশের জাতীয় বীর

মুহাম্মদ আতাউল গনি ওসমানী বঙ্গবীর (বাংলার বীর) নামেও পরিচিত, ছিলেন একজন বাঙালি সামরিক নেতা। তিনি 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

ওসমানীর কর্মজীবন পাঁচ দশকব্যাপী বিস্তৃত, ১৯৩৯ সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে চাকরির মাধ্যমে শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি বার্মায় যুদ্ধ করেছিলেন। 1947 সালে ভারত বিভাগের পর, তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টে দায়িত্ব পালন করেন। তিনি 1967 সালে পাকিস্তান সেনাবাহিনীর কর্নেল হিসাবে ত্যাগ করেন।

ওসমানী 1971 সালে বাংলাদেশ সরকারের প্রধান সামরিক কমান্ডার হিসেবে যোগদান করেন। তাকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়। ১৯৭১ সালের যুদ্ধের পর ওসমানী ১৯৭২ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে চার তারকা জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন।

ওসমানী 1918 সালের 1 সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের আসাম প্রদেশের সুনামগঞ্জে একটি বাঙালি মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শাহ জালালের 14 শতকের সহযোগী শাহ নিজামউদ্দিন ওসমানীর বংশধর ছিলেন। তার পৈতৃক গ্রামের বাড়ি সিলেট জেলার ওসমানী নগর উপজেলার দয়ামীর ইউনিয়নে।

ওসমানী সিলেটের কটন স্কুলে পড়াশোনা করেন, ১৯৩৪ সালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ম্যাট্রিকুলেশন করেন। তিনি ইংরেজি ও ফারসি অধ্যয়ন করেন। ইংরেজিতে শ্রেষ্ঠত্বের জন্য তিনি প্রিটোরিয়া পুরস্কার লাভ করেন। ওসমানী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভূগোল অধ্যয়ন করেন এবং 1938 সালে স্নাতক হন। পরের বছর তিনি ভারতীয় সামরিক একাডেমিতে ক্যাডেট হিসেবে ভর্তি হন।

জেনারেল (অব.) মোহাম্মদ আতাউল গণি ওসমানী বাংলাদেশের জাতীয় বীর। দেশ স্বাধীনকারী বাহিনীকে তিনি সর্বোচ্চ সেনাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার পর তৎকালীন সরকার তাকে সাম্মানিক জেনারেল পদে ভূষিত করেন।

তিনি অত্যন্ত চৌকস ও যোগ্য কর্মকর্তা ছিলেন এবং দেশ তাকে তার মহান প্রচেষ্টার জন্য স্মরণ করবে।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment