Blog

ইউএসএ ৯৭-৯৯ সংগঠনের থাঙ্কস গিভিং পার্টি

অনুষ্ঠানে এক শতাধিক লোকের সমাগম হয় এখানে গ্রুপের সদস্যরা ছাড়াও তাদের পরিবার পরিজন ছিল এবং অন্যান্য স্টেট থেকেও বন্ধুরা আসেন

ইউএসএ ৯৭-৯৯ সংগঠনের থাঙ্কস গিভিং পার্টি

জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে  ফেসবুক ভিত্তিক ইউএসএ ৯৭-৯৯ সংগঠনটির থাঙ্কস গিভিং পার্টি । গ্রুপটির অন্যতম এডমিন জামিল সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় এর পরে মঞ্চে আসেন, এডমিন তানভীর আতাহারী তিনি তার স্বাগত বক্তব্যে গ্রুপটি কিভাবে প্রতিষ্ঠা করেছিল সেটা নতুন মেম্বারদের সাথে বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। 

এরপরে মঞ্চে আসেন আরেক এডমিন সাম শাহরিয়ার, তিনি তার বক্তব্যে আলোকপাত করে গ্রুপটির বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যেগুলো তারা করে থাকে যেমন তারা নতুন বন্ধুদের চাকরির সহযোগিতা,  বিভিন্ন ধরনের গ্রুপ ভিত্তিক অনুষ্ঠান করে থাকেন,  এছাড়াও বাংলাদেশে এবং প্রবাসে যখন বন্ধুরা যখন অসুস্থ হয়ে পড়ে এবং তাদের আর্থিক সাহায্য সহযোগিতা দরকার হয় তখন সহযোগিতার হাত বাড়িয়ে দেন।  তাছাড়া শীত বস্ত্র প্রদান করেন  বাংলাদেশে এগুলো তুলে ধরেন তার বক্তব্যের মাধ্যমে।

এই অনুষ্ঠানে এক শতাধিক লোকের সমাগম হয় এখানে গ্রুপের সদস্যরা ছাড়াও তাদের পরিবার পরিজন ছিল এবং অন্যান্য স্টেট থেকেও বন্ধুরা আসেন।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment