ডাউন টাউন ম্যানহাটন বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের নির্বাচন
৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের অন্যান্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন
ডাউন টাউন ম্যানহাটন বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি বাদল ও সাধারণ সম্পাদক মিঠু পুনঃনির্বাচিত
ডিএমবিবিএ - ডাউন টাউন ম্যানহাটন বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচনে পুনঃনির্বাচিত হয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তরিকুল হোসাইন বাদল ও মো. রিয়াজুল কাদির লস্কর মিঠু।
২৪ নভেম্বর রোববার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ম্যানহাটন ডাউনটাউনে ২২৮ ক্যানাল স্ট্রিটের একটি কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৮৬ জন ভোটারের মধ্যে ২৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করেন মো. কামাল উদ্দিন, রেজাউল মোস্তফা, কামরুল ইসলাম, আলম সবুজ ও সরদার উদ্দিন ফালু। নির্বাচন উপলক্ষে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেছে ব্যবসায়ীদের মধ্যে। অনেকটা উৎসবমুখর ছিল ক্যানাল স্ট্রিট। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন প্রাথমিক ফল ঘোষণা করে।