Blog

ফ্লোরিডায় এশিয়ার বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের সুরেলা সমাহার

বিভিন্ন মহাদেশের সংস্কৃতিগুলি একটি অপূর্ব সুরের গুঞ্জনের মতন বাজে মনের ভেতরে। এভাবেই মিলেমিশে মানবতার সর্বজনীন সুরের সাথে মিশে যায় জীবন এবং তার আনন্দ

ফ্লোরিডায় এশিয়ার বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের সুরেলা সমাহার

পৃথিবীর কোন আনন্দ একার অঙ্গে রচিত হয়না; আনন্দ রচিত হয় সকলে মিলে। প্রতি বছর সেন্ট্রাল ফ্লোরিডায় এশীয় আমেরিকান সম্প্রদায়ের পক্ষ থেকে আয়োজিত এশিয়ান ফেস্টিভ্যাল এই অনন্য আনন্দ মিলনেরই অন্য নাম- এশিয়ন ফুড, মিউজিক এন্ড কালচারাল ফেস্টিভ্যাল। 

এশিয়ার বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের সুরেলা সমাহার এই উৎসব। এই ইভেন্টটি মার্কিন যুক্তরাষ্ট্রের সমগ্র এশীয় আমেরিকান সম্প্রদায়ের বৃহত্তম সমাবেশ।

একই স্টেজে বাংলাদেশ, জাপান, চায়না, ইন্দোনেশিয়া, মধ‍্যপ্রাচ‍্য, সাউথ আমেরিকা ইন্ডিয়া সহ আরও কিছু দেশ, সকলে মিলেই রাঙিয়ে তোলে সংস্কৃতির বাগান। নাচ, গান আর বিবিধ উদযাপনে দুটা দিন কাটে নয়নাভিরাম! 

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment