Blog

কোন পথে দেশ

আগামী প্রায় ১০০ দিন বাংলাদেশের জন্য অত্যন্ত জটিল

বাংলাদেশের রাজনীতি এখন লেজে-গোবরে হয়ে গেছে, এইভাবে চলতে থাকলে যে কী হবে তার ভবিষ্যদ্বাণী করা খুব সহজসাধ্য নয়

সবকিছুই যেন সহনীয় হয়ে যাচ্ছে। পুরো জাতি যেন ঘুমোচ্ছন্ন হয়ে আছে। রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, কলামিস্ট, লেখক-সাহিত্যিক গুটি কতেক ছাড়া অজানা কারণেই সবার মুখে কুলুপ আঁটা। কেউ কেউ সরকারের পক্ষ থেকে অপদস্থ হওয়ার ভয়ে আর কেউবা প্রাপ্তির প্রত্যাশায় নিরব।

বাংলাদেশের কতিপয় মানুষ আপামর জনগণকে বিভ্রান্ত করছে। একদল মানুষ হাসিনার স্তুতিতে ব্যস্তব্যাকুল, আরেকদল মানুষ প্রতিদিন তিনবার হাসিনাকে ক্ষমতা থেকে নামায়। এসবই ঘটছে বর্তমানকালের সবচেয়ে বড় এবং সবচেয়ে চিন্তা-ভাবনাহীন রাখ-ঢাক ছাড়া একদল অবিবেচক ও অ-বুঝ মানুষের সবচেয়ে বড় প্লাটফর্ম ফেসবুক নামক সামাজিক মিডিয়ায়। যেসব শিক্ষিত, বোধদৃপ্ত মানুষ ফেসবুকে নিয়মিত সচল থাকেন তারা ঐ তরল মানুষদের তোড়ে নিশ্চয়ই কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আগামী প্রায় ১০০ দিন বাংলাদেশের জন্য অত্যন্ত জটিল। শেখ হাসিনাও যেমন পুরোটা জানেন না কী হতে পারে এই ১০০ দিনে, বিএনপি নেতৃবৃন্দও জানেন না। কিংবা জানেন। তবে মৌলবাদীরা যে গোপনে মুখ টিপে হাসছে তা কিছুটা আন্দাজ করা যায়। হাতে মাত্র ১০০ দিন থাকলেও নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের ব্যবস্থা চালিয়ে যাচ্ছে। সম্ভবত সরকারী দলও সরকারী কর্মকর্তাদের ব্যবহার করে নির্বাচনী পরিকল্পনার অংক কষছে।

বিএনপি কী করছে তা অবশ্য জানা না গেলেও তারা জেলা-উপজেলায় শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন করছে, করছে সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট। হয়ত এটাই তাদের নির্বাচনী কর্মকান্ডের অংশ। তবে একটা কথা স্বীকার করতে হবে, আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার হুমকিতে যেমন বিএনপির ভাঙচুর কমেছে, বন্ধ হয়েছে লাঠি মিছিল, তেমনই আওয়ামী লীগের ‘বিএনপি প্রতিরোধ’ও বন্ধ হয়েছে। বন্ধ হয়েছে পুলিশের বেধড়ক পিটুনিও।

আগামী ১০০ দিনকে সামনে রেখে আমেরিকার এই ভিসা হুমকিই শেষ পর্যন্ত নির্বাচনী মাঠকে গরম রাখলেও তা ফুটন্ত কড়াইএ পরিণত করবে না বলে মনে হচ্ছে। কারণ আমেরিকা জানে বাংলাদেশের অধিকাংশ মানুষের মধ্যে কাজ করে মধ্যবিত্ত মানুষদের মনোস্তত্ত¡à¥¤ সেই সাথে যারা রাজনীতি করে তাদেরও দৌড়। কিন্তু একথাও স্বীকার করতে হবে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা এবং রাজনীতিকরা আন্তর্জাতিক বলয়ে কূটনীতির খেলা যেমন বোঝে না, তেমনই কূটনীতিকদের কূটনৈতিক (কিংবা অকূটনৈতিক) মন্তব্য ও আচরণকে কিভাবে কাউন্টার বা হ্যান্ডেল করতে হয় তাও জানে বলে মনে হয় না।

যে কারণে অহর্নিশ রাজনীতিকরা অপরিপক্ক ভাষায় বিরতিহীনভাবে এমন সব মন্তব্য করছেন তা যে অত্যন্ত কাঁচা তা জনগণ বুঝতে পারে। জনগণ যে তা বুঝতে পারে এইসব রাজনীতিকরা তাও বোঝেন না। অথচ রাজনীতির প্রথম শিক্ষা জনগণের মন পড়তে জানা। অপরপক্ষে আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার মত অপমানজনক সিদ্ধান্তে আনন্দে আটখানা বিরোধীপক্ষ। তাদের ধারণা এই নিষেধাজ্ঞা বুঝি কেবল আওয়ামী লীগের নেতা ও সরকারী কর্মকর্তাদের জন্য প্রযোজ্য। তা যে তাদের জন্যও প্রযোজ্য সে কথা যত দেরিতে তারা বুঝবে, তাদের ক্ষতি ততই বেশি হবে।

বাংলাদেশের দুই দলকেই এখন থেকে যেমন দেশের মানুষের মনোস্তত্ত¡ বুঝতে হবে, তেমনই আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের মনোস্তত্ত¡à¦“ বুঝতে হবে। বুঝতে হবে বাংলাদেশ নামক বদ্বীপটির ভূ-রাজনৈতিক গুরুত্ব। নইলে ফেসবুকে ফেক নিউজ দিয়ে সয়লাব করে দিয়ে এবং ডিজিটাল আইন করেও কোনো লাভ হবে না।

বাংলাদেশের রাজনীতি এখনই লেজে-গোবরে হয়ে গেছে, এইভাবে চলতে থাকলে যে কী হবে তার ভবিষ্যদ্বাণী করা খুব সহজসাধ্য নয়।

আব্দুল গাফ্ফার: বাঙালি ভয়েস

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment