টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কয়েক জেলায় প্লাবিত লোকালয়
এমন পরিস্থিতিতে ভারতের ত্রিপুরার ডম্বুর হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দিয়েছে ভারত, বৃষ্টির পানিতে ডুবেছে ফসলী জমি-রাস্তাঘাট
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কয়েক জেলায় প্লাবিত লোকালয়
কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবার ভাসছে দেশের পূর্ব সীমান্তের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলা। সেখানে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।
পানির তোড়ে ভেসে গেছে বহু বাঁধ, রাস্তাঘাট ও ব্রিজ। রাস্তাঘাট ও ফসলের মাঠ তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। অনেকে পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন।
তবে বন্যার্ত অনেকে বলছেন, তাঁদের এলাকায় আশ্রয়কেন্দ্র না থাকায় পরিবার নিয়ে ঝুঁকিতে রয়েছেন।
টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কয়েক জেলায় লোকালয় প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ফেনী, নোয়াখালি, মৌলভীবাজারসহ বেশ কয়েকটি জেলার বাসিন্দারা।
প্লাবিত এলাকার মানুষদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকরা।