Blog

গণ-অভ্যুত্থান বা গণযুদ্ধের মাধ্যমে ক্ষমতার বদল

স্বাপ্নিক, লড়াকু ও গণ-আন্দোলনের নেতাদের নেতৃত্ব ছাড়া নতুন বাংলাদেশ জন্ম নেবে না। ইতিহাসে যেসব দেশে গণ-অভ্যুত্থান বা গণযুদ্ধের মাধ্যমে ক্ষমতার বদল ঘটেছে, সেই সব দেশে বিপ্লবী শক্তিকে এটাই করতে হয়েছে

গণ-অভ্যুত্থান বা গণযুদ্ধের মাধ্যমে ক্ষমতার বদল

১৯-২০ বছরের একটা ছেলের হাতে গুলি লেগে এফোঁড়-ওফোঁড় হয়ে গিয়েছে কবজি। পেটের চামড়া কেটে হাতে বসানো হয়েছে। এই ছেলের সঙ্গে কথা বলতে গিয়ে একজন ভাই যখন বললেন, ‘আপনাদের ত্যাগের কারণেই আজ আমাদের এই অর্জন’, তখন দেখলাম, ছেলেটি কেমন নিশ্চল চোখে আমাদের দিকে তাকিয়ে থাকল কতক্ষণ।

 

আরেকজনকে দেখলাম হাঁটুর নিচের অংশে কাছাকাছি দাঁড়িয়ে সাত-আটটি গুলি করেছে পুলিশ। পায়ে গুলি লাগার অংশের পুরোটাই একেবারে থেঁতলে গিয়েছে। রাজমিস্ত্রির কাজ করা ছেলেটির মা আমাদের পায়ে ব্যান্ডেজ করার আগের ছবি দেখালেন, কী বীভৎস অবস্থা!

 

বার্ন ইনস্টিটিউট থেকে বের হয়ে আসার পর অনেকগুলো ঘণ্টা কেটে গিয়েছে, কিন্তু এখনো স্বাভাবিক হতে পারছি না। বারবার ওই জীবন্মৃত লোকটির চেহারা চোখের সামনে ভেসে উঠছে—এ যাত্রায় বেঁচে ফিরলে যে লোকটা আর কখনোই কথা বলতে পারবে না, দুই চোখে কিছু দেখতেও পারবে না।

 

খোদা, ফরিয়াদ জানাই, এত রক্তের বিনিময়ে পাওয়া আমাদের স্বাধীনতা যেন চিরস্থায়ী হয়, চিরজীবী হয়।

কথাগুলো একজন আন্দোলনকারী সহসমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র রিফাত রিদওয়ানের।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment