ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে বিএইচআরসি'র স্মারক লিপি
বাংলাদেশে অস্থিরতার ফলে ছাত্র, আইন প্রয়োগকারী, রাজনৈতিক দলের সদস্য এবং বেসামরিক ব্যক্তি সহ সমাজের বিভিন্ন অংশে অসংখ্য হতাহতের ঘটনা ঘটে
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে বিএইচআরসি'র স্মারক লিপি
শেখ হাসিনার দেশত্যাগ এবং অন্তরবর্তি সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশব্যাপী অরাজকতা ও নৈরাজ্যে এবং সাধারন মানুষের জান মালের নিরাপত্তা বিষয়ে ব্রিটিশ সরকারকে অবিহিত করতে বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারক লিপি প্রদান করা হয়।
গত ১৯ আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস ১০নং ডাউনিং স্ট্রিটে আব্দুল আহাদ চৌধুরী ও জামাল আহমদ খান স্মারক লিপি নিয়ে গেলে প্রধানমন্ত্রীর পক্ষে স্মারক লিপি গ্রহণ করেন ডাউনিং ষ্ট্রীটেরে একজন কর্মকর্তা।
স্মারক লিপিতে বলা হয় ছাত্র আন্দোলনের পেছনে বাংলাদেশের সাম্প্রতিক হত্যা ও ধ্বংসযজ্ঞ অরাজকতা বিষয়ে আপনাকে অবিহি করতে আমাদের এই পদক্ষেপ।