Blog

১৭ ই ডিসেম্বর লসঅ্যাঞ্জেলেসে বাংলার বিজয় বহর

দিনব্যাপী বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ৫২তম বিজয় দিবস ২০২৩ইং উদযাপনে বাংলার বিজয় বহর এর প্রস্তুতি চলছে পুরোদমে

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলার বিজয় বহরের বর্নাঢ্য মোটর শোভা যাত্রা ও শিশু কিশোর সমাবেশ ১৭ ডিসেম্বর রবিবার লিটল বাংলাদেশ লস এঞ্জেলস
১৭ ই ডিসেম্বর রোববার লসঅ্যাঞ্জেলেসে বাংলার বিজয় বহর অনুষ্ঠিত হবে। সারাদিন ব্যাপী অনুষ্ঠান মালায় রয়েছে সকাল ১১টা থেকে বিকাল ২টা পর্যন্ত বার্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও সন্ধ্যা ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
লসএন্জেলেসে ৫২তম বিজয় দিবস উদযাপনের আয়োজন করেছে “বাংলার বিজয় বহর ২০২৩”
 
লসএন্জেলসে ৫২তম বিজয় দিবস উপলক্ষে আগামী ১৭ ই ডিসেম্বর রবিবার স্থানীয় সময় দুপুর ১২টায় যুক্তরাষ্ট্র প্রবাসীদের প্রানের সংগঠন “বাংলার বিজয় বহর ২০২৩” এর উদ্যোগে লস এন্জলস সিটিতে বিশাল “মোটর শোভা যাত্রা ” আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুস্ঠানের আয়োজন করেছে।
 
বর্নাঢ্য এই আয়োজনে থাকবে মোটর শোভা যাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথমেলা। এছাড়াও থাকবে বাংলাদেশী খাবার, শাড়ি -গহনার দোকান। র্যাফল ড্র এর আকর্ষণীয় বিশেষ পুরস্কার।
অনুষ্ঠানে বইসহ বিভিন্ন পণ্যের স্টল থাকবে বলে জানা গেছে। অনুষ্ঠানের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
 
আগামী ১৭ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করতে প্রবাসী বাংলাদেশিরা মিলন মেলায় পরিনত হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment