Blog

কুয়েতে অভিবাসীদের জন্য নতুন নিয়ম কার্যকর

অভিবাসীদের হাতে থাকা কাগজে ছাপা ড্রাইভিং লাইসেন্স পাল্টে তাদের নিতে হবে ইলেকট্রনিক বা ই-ড্রাইভিং লাইসেন্স

১১ ডিসেম্বর চালু হয়েছে নতুন নিয়ম, অ্যাপের মধ্যে 'কুয়েত মোবাইল আইডি' বিভাগটি নতুন লাইসেন্সগুলো চালু করবে

কুয়েতে বসবাসকারী অভিবাসীদের জন্যে ১১ ডিসেম্বর চালু হয়েছে নতুন নিয়ম। অভিবাসীদের হাতে থাকা কাগজে ছাপা ড্রাইভিং লাইসেন্স পাল্টে তাদের নিতে হবে ইলেকট্রনিক বা ই-ড্রাইভিং লাইসেন্স।

২০২৩ সালের মন্ত্রী পর্যায়ের রেজ্যুলুশন নম্বর ৪১০ অনুযায়ী এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফার্স্ট উপ-প্রধানমন্ত্রী শেখ তালাল আল খালেদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অনুমোদিত রেজ্যুলুশন মতে আগামী এক বছরের মধ্যে তাদের লাইসেন্স নবায়ন করতে হবে। এ সময় বিকল্প হিসেবে কার্যকর থাকবে কাগজের তৈরি লাইসেন্স। 
 
ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা জেনারেল ট্রাফিক বিভাগে পাঠানো হয়েছে। অভিবাসীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা সরকারি অ্যাপ 'সাহেল'-এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তাদের লাইসেন্স নবায়ন করতে পারবেন। অ্যাপের মধ্যে 'কুয়েত মোবাইল আইডি' বিভাগটি নতুন লাইসেন্সগুলো চালু করবে। 

বাসিন্দারা 'কুয়েত মোবাইল আইডি' অ্যাপের মাধ্যমে তাদের লাইসেন্সের মেয়াদ ও বৈধতা পরীক্ষা করতে পারেন।
সেখানে একটি সবুজ চিহ্ন বৈধতা নির্দেশ করে এবং একটি লাল চিহ্ন মেয়াদ ফুরিয়েছে বলে সংকেত দেয়। তবে এই পদক্ষেপের আওতার বাইরে থাকবে কুয়েতি এবং আন্তর্জাতিক ট্রাক চালকেরা। 

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment