Blog

তুরাগ নদীতে লাইন দিয়ে পালতোলা নৌকো ১৯৭২ সাল

ছবিটি ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনে মহান স্বাধীনতার পর লিড আর্টিকেলের সঙ্গে ছাপা হয়েছিল

ছবিতে ঢাকার ভিতর দিয়ে বয়ে চলা আঁকাবাঁকা তুরাগ নদীতে লাইন দিয়ে পালতোলা নৌকো ১৯৭২ সাল

ছবিতে ঢাকার ভিতর দিয়ে বয়ে চলা আঁকাবাঁকা তুরাগ নদীতে লাইন দিয়ে পালতোলা নৌকো ১৯৭২ সাল।

ছবিটি ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনে মহান স্বাধীনতার পর লিড আর্টিকেলের সঙ্গে ছাপা হয়েছিল।

দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে জানা না জানা অনেক নদ নদী এর কিছু রয়েছে আবার শুধু নদীর নাম রয়েছে কিন্তু নদীর কোন অস্তিত্ব নেই, এ নদীগুলো ঘিরে গড়ে উঠেছিল ঐতিহাসিক নগরী আর স্থাপনাগুলো সে রকমই একটি এই তুরাগ নদী, এককালের প্রমত্তা নদী, কালের বিবর্তনে সঙ্কুচিত হয়ে যাচ্ছে বেশিরভাগ নদী আর বিলুপ্ত প্রায় পাল তোলা নৌকাগুলো।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment