Blog

সিডনিতে ‘হাসন রাজা উৎসব’ অনুষ্ঠিত

হাসন রাজা পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানে সিডনির বাংলাদেশের কনস্যুলেট জেনারেল শাখাওয়াত হোসেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীকে সম্মাননা জানিয়ে ক্রেস্ট প্রদান করেন

হাসন রাজা পরিষদ, অস্ট্রেলিয়ার উদ্যোগে গতকাল শনিবার সিডনির ব্যাংকসটাউনে অবস্থিত ব্রায়ন ব্রাউন থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় উৎসব অনুষ্ঠিত হয়

ভাটি অঞ্চলের মরমি সাধক কবি ও বাউলশিল্পী ছিলেন হাসন রাজা স্মরণে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে ‘হাসন রাজা উৎসব’। হাসন রাজা পরিষদ, অস্ট্রেলিয়ার উদ্যোগে গতকাল শনিবার সিডনির ব্যাংকসটাউনে অবস্থিত ব্রায়ন ব্রাউন থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় উৎসব অনুষ্ঠিত হয়।

 

শুরুতেই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও হাসন রাজার উত্তরাধিকারী সোলায়মান আশরাফী দেওয়ান ও শ্রাবন্তী কাজী হাসন রাজা ও তাঁর সৃষ্টি সম্পর্কে একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন।

 

তাঁরা জানান, ‘হাসন রাজা ছিলেন একজন উদার অসাম্প্রদায়িক সাধক কবি। সব সম্প্রদায়ের সমন্বয় সাধন ছিল তাঁর জীবনের ব্রত। ভেদাভেদ ভুলে তিনি মানুষের মিলন কামনা করেছেন। তাঁর কাব্যেও সেই ঘোষণা রয়েছে।

 

আমাদের বাংলা সংস্কৃতি আজ ভয়াবহ হুমকির সম্মুখীন। এ সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য আমাদেরই এগিয়ে আসতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে অবিকৃত এই সংস্কৃতির ধারাকে তুলে ধরার জন্যই বিদেশের মাটিতে হাসন রাজা পরিষদের এমন উদ্যোগ।’

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment