à¦à¦¾à¦°à¦¤à¦•à§‡ চà§à¦¯à¦¾à¦²à§‡à¦žà§à¦œ জানাতে পারেনি বাংলাদেশ
পà§à¦¨à§‡à¦¤à§‡ বà§à¦¯à¦¾à¦Ÿ করতে নেমে বাংলাদেশকে উড়নà§à¦¤ সূচনা à¦à¦¨à§‡ দেন দà§à¦‡ ওপেনার লিটন দাস à¦à¦¬à¦‚ তানজিদ হাসান তামিম। পà§à¦°à¦¥à¦® ১০ ওà¦à¦¾à¦°à§‡ কোনো উইকেট না হারিয়েই ৬৩ রান তà§à¦²à§‡ ফেলেন ছোট তামিম à¦à¦¬à¦‚ লিটন দাস
à¦à¦¾à¦°à¦¤ মà§à¦¯à¦¾à¦š জিতলো হেসেখেলে, ৠউইকেট আর ৫১ বল হাতে রেখে
পà§à¦°à¦¥à¦® মà§à¦¯à¦¾à¦šà§‡ আফগানিসà§à¦¤à¦¾à¦¨à§‡à¦° বিপকà§à¦·à§‡ জয়ের পর টানা তৃতীয় মà§à¦¯à¦¾à¦š হারলো বাংলাদেশ।
বাংলাদেশ-à¦à¦¾à¦°à¦¤ লড়াই, গত কয়েক বছরে আলাদা মাতà§à¦°à¦¾ পেয়েছে। à¦à¦‡ তো গত à¦à¦¶à¦¿à§Ÿà¦¾ কাপেও à¦à¦¾à¦°à¦¤à¦•à§‡ হারিয়েছিল টাইগাররা। তবে বিশà§à¦¬à¦•à¦¾à¦ªà§‡à¦° মঞà§à¦šà§‡ à¦à¦•à¦¬à¦¾à¦°à¦‡ à¦à¦¾à¦°à¦¤à¦¬à¦§ করতে পেরেছিল বাংলাদেশ। সেটাও ১৬ বছর আগে, ২০০ৠসালে।
à¦à¦°à¦ªà¦° আর সাফলà§à¦¯ ধরা দেয়নি। দিলো না à¦à¦¬à¦¾à¦°à¦“। বরং à¦à¦¶à¦¿à§Ÿà¦¾ কাপে à¦à¦¾à¦°à¦¤à¦•à§‡ হারানোর পর à¦à¦¬à¦¾à¦° যতটà§à¦•à§ লড়াই আশা করা গিয়েছিল, তার ছিà¦à¦Ÿà§‡à¦«à§‹à¦à¦Ÿà¦¾à¦“ দেখাতে পারেনি টাইগাররা।
à¦à¦¾à¦°à¦¤à§‡à¦° সামনে লকà§à¦·à§à¦¯ ছিল ২৫ৠরানের। বà§à¦¯à¦¾à¦Ÿà¦¿à¦‚ শকà§à¦¤à¦¿à¦¤à§‡ বলীয়ান দলটিকে à¦à¦‡ লকà§à¦·à§à¦¯à§‡ à¦à¦•à¦¦à¦®à¦‡ চà§à¦¯à¦¾à¦²à§‡à¦žà§à¦œ জানাতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশ পà§à¦°à¦¥à¦® উইকেটে ৯৩ রান তà§à¦²à§‡à¦›à¦¿à¦²à¥¤ à¦à¦¾à¦°à¦¤ ওপেনিং জà§à¦Ÿà¦¿à¦¤à§‡ তোলে ৮৮ রান। অবশেষে শà§à¦à¦®à¦¾à¦¨ গিল আর রোহিত শরà§à¦®à¦¾à¦° à¦à§Ÿà¦‚কর হয়ে উঠা à¦à¦‡ জà§à¦Ÿà¦¿ à¦à¦¾à¦™à§‡à¦¨ হাসান মাহমà§à¦¦à¥¤
হাসানকে ডিপ সà§à¦•à§Ÿà¦¾à¦° লেগে তà§à¦²à§‡ মারতে গিয়ে বাউনà§à¦¡à¦¾à¦°à¦¿à¦¤à§‡ কà§à¦¯à¦¾à¦š হন রোহিত (৪০ বলে ৪৮)। মাতà§à¦° ২ রানের জনà§à¦¯ হাফসেঞà§à¦šà§à¦°à¦¿ পূরà§à¦£ করতে পারেননি রোহিত। তবে অপর ওপেনার গিল ঠিকই ফিফটি ছà§à¦à§Ÿà§‡à¦›à§‡à¦¨à¥¤
যদিও ফিফটির পরপরই গিলকে আউট করেছেন মেহেদী হাসান মিরাজ। ডিপ মিডউইকেট বাউনà§à¦¡à¦¾à¦°à¦¿à¦¤à§‡ মাহমà§à¦¦à¦‰à¦²à§à¦²à¦¾à¦¹ নিয়েছেন দারà§à¦£ à¦à¦• কà§à¦¯à¦¾à¦šà¥¤ ৫৫ বলে ৫৩ রানের ইনিংসে ৫টি চার আর ২টি ছকà§à¦•à¦¾ হাà¦à¦•à¦¾à¦¨ গিল। ১৩২ রানে দà§à¦¬à¦¿à¦¤à§€à§Ÿ উইকেট হারায় à¦à¦¾à¦°à¦¤à¥¤
শà§à¦°à§‡à§Ÿà¦¾à¦¸ আয়ার সেট হয়ে আউট হয়েছেন। মিরাজের বলে মাহমà§à¦¦à¦‰à¦²à§à¦²à¦¾à¦¹à¦•à§‡ কà§à¦¯à¦¾à¦š দেওয়ার আগে ২৫ বলে করেন ১৯ রান। ১à§à§® রানে তৃতীয় উইকেট হারানোর পর বিরাট কোহলির সেঞà§à¦šà§à¦°à¦¿à¦¤à§‡ সহজ জয় তà§à¦²à§‡ নেয় à¦à¦¾à¦°à¦¤à¥¤ ৯ৠবলে ৬ চার আর ৪ ছকà§à¦•à¦¾à§Ÿ ১০৩ রানে অপরাজিত থাকেন কোহলি।
à¦à¦° আগে মাহমà§à¦¦à¦‰à¦²à§à¦²à¦¾à¦¹à¦° শেষের à¦à§œà§‡ à¦à¦° করে ৮ উইকেটে ২৫৬ রানের সংগà§à¦°à¦¹ দাà¦à§œ করায় বাংলাদেশ। মাহমà§à¦¦à¦‰à¦²à§à¦²à¦¾à¦¹ যখন কà§à¦°à¦¿à¦œà§‡ à¦à¦¸à§‡à¦›à¦¿à¦²à§‡à¦¨, ১à§à§¯ রানে ৫ উইকেট নেই টাইগারদের। সেখান থেকে দেখেশà§à¦¨à§‡ à¦à¦—োলেন। শেষের দিকে তো বà§à¦¯à¦¾à¦Ÿ হাতে à¦à§œà¦‡ তà§à¦²à¦²à§‡à¦¨ রিয়াদ।
৩৬ বলে ৪৬ রানের ইনিংসে হাà¦à¦•à¦¾à¦²à§‡à¦¨ তিনটি করে চার-ছকà§à¦•à¦¾à¥¤ মাহমà§à¦¦à¦‰à¦²à§à¦²à¦¾à¦¹à¦° à¦à¦‡ শেষের চেষà§à¦Ÿà¦¾ আর তানজিদ তামিম আর লিটন দাসের জোড়া হাফসেঞà§à¦šà§à¦°à¦¿à¦¤à§‡ à¦à¦° করে à¦à¦¾à¦°à¦¤à§‡à¦° বিপকà§à¦·à§‡ আড়াইশোরà§à¦§à§à¦¬ পà§à¦à¦œà¦¿ পায় বাংলাদেশ।
অধিনায়ক সাকিব আল হাসান নেই। বাংলাদেশ কেমন করবে à¦à¦®à¦¨ à¦à¦•à¦Ÿà¦¾ শঙà§à¦•à¦¾ কà§à¦°à¦¿à¦•à§‡à¦Ÿà¦ªà§à¦°à§‡à¦®à§€à¦¦à§‡à¦° হৃদয়ে জায়গা করে নিয়েছিল। à¦à¦®à¦¨ যখন পরিসà§à¦¥à¦¿à¦¤à¦¿, তখন টস জিতে বà§à¦¯à¦¾à¦Ÿ করার সিদà§à¦§à¦¾à¦¨à§à¦¤ নেন à¦à¦¾à¦°à¦ªà§à¦°à¦¾à¦ªà§à¦¤ অধিনায়ক নাজমà§à¦² হোসেন শানà§à¦¤à¥¤