Blog

AABEA এর সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে, বর্তমান কমিটির শোক প্রকাশ

ড. জাহিদুল রহমানের মৃত্যুতে আমেরিকান এসোসিয়েশান অব বাংলাদেশী ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেক্টস (AABEA) ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং মরহুমের পরিবার-পরিজন, সন্তানসহ সবাইকে গভীর সমবেদনা জানানো হয়

AABEA এর সাবেক প্রেসিডেন্ট ড. জাহিদুল রহমান একজন জ্ঞানী এবং সজ্জন ব্যাক্তি হিসেবে কমিউনিটিতে পরিচিত মুখ ছিলেন

আমেরিকান এসোসিয়েশান অব বাংলাদেশী ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেক্টস (AABEA) ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের সাবেক প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রে রকেট ডিজাইন ও উন্নয়নে দীর্ঘ তিন দশক ধরে নিয়োজিত খ্যাতিমান প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ড. জাহিদুল হাসান মুশফিকুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত সোমবার (১৬ অক্টোবর) লস এঞ্জেলেসের সিডার সাইনাই হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ১৮ অক্টোবর রোজ বুধবার অরেঞ্জ কাউন্টির গার্ডেন গ্রোভ মসজিদে জানাজা এবং রোজ হিলস সেমেটেরিতে দাফন সম্পন্ন হয় | 

AABEA এর সাবেক প্রেসিডেন্ট ড. জাহিদুল রহমানের মৃত্যুতে আমেরিকান এসোসিয়েশান অব বাংলাদেশী ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেক্টস (AABEA) ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের বর্তমান প্রেসিডেন্ট ইঞ্জিঃ মোঃ মহিবুর রইস এবং জেনারেল সেক্রেটারি ইঞ্জিঃ কামরুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন | এছাড়াও বর্তমান কমিটির পক্ষ থেকে মরহুমের পরিবার-পরিজন, সন্তানসহ সবাইকে গভীর সমবেদনা জানানো হয় | 

উল্লেখ্য ড. জাহিদুল হাসান মুশফিকুর রহমান, সাম্প্রতিককালে নাসার উদ্যোগে মঙ্গল গ্রহ অভিযানের লক্ষ্যে রোভার মহাযানের শৈলী ও নির্মাণে নিয়োজিত দক্ষ দলের তিনি গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। নাসার জেপিএলে তার চিন্তাধারার স্পষ্টতা, বিশ্লেষণ, বিভিন্ন জটিল সমস্যা সমাধানে সুচিন্তিত দিকনির্দেশনা, পরামর্শ, কর্মপদ্ধতি ও সবার সঙ্গে সহযোগী মনোভাবাপন্ন ও ফলপ্রসূ প্রচেষ্টার কারণে সুখ্যাতি ও স্বীকৃতি অর্জন করেন তিনি। 

মৃত্যুকালে তিনি স্ত্রী রুমানা রহমান, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment