Blog

বাংলাদেশের বড় হার এড়ানো যায়নি

ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন ডেভিড মালান। জো রুট ও জনি বেয়ারস্টো করেন ফিফটি

৪৮ ওভার ২ বলেই ২২৭ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। যেখানে সর্বোচ্চ ৭৬ রান এসেছে লিটনের ব্যাট থেকে

টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের তুলোধুনো করেছেন ইংলিশ ব্যাটাররা। এদিন ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন ডেভিড মালান। তার সঙ্গে দুটি শতরানের জুটি উপহার দেওয়া জো রুট ও জনি বেয়ারস্টো করেন ফিফটি। টার্গেট তাড়ায় লিটন-মুশফিকের ফিফটিতেও বড় হার এড়ানো যায়নি। 

ইংলিশ ব্যাটারদের দাপটের দিনে বাংলাদেশের হয়ে প্রথম ব্রেকথ্রু এনে দিয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ইংলিশদের শতরানের উদ্বোধনী জুটি ভেঙে জনি বেয়ারস্টোকে সাজঘরে ফেরান তিনি।

তাসকিন-মুস্তাফিজদের ওপর আজ চড়াও হন ইংলিশ ব্যাটাররা। ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন ডেভিড মালান। জো রুট ও জনি বেয়ারস্টো করেন ফিফটি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তোলে ইংল্যান্ড।

বাজে হারের দিনেই আইসিসি থেকে আরেকটা দুঃসংবাদ বাংলাদেশের জন্য। স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সাকিবরা শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। 

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নিজেদের ওয়েবসাইটে আজ (মঙ্গলবার) জানিয়েছে, আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ বাংলাদেশের ওপর শাস্তির রায় দিয়েছেন। 

আইসিসির নিয়ম অনুযায়ী স্লো–ওভার রেটে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা হয়ে থাকে। এ ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশের এক ওভার গ্যাপ থাকায় ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান করেছিল ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেন ওপেনার ডেভিড মালান। বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেন মেহেদী।

জবাবে ৪৮ ওভার ২ বলেই ২২৭ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। যেখানে সর্বোচ্চ ৭৬ রান এসেছে লিটনের ব্যাট থেকে।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment