Blog

AABEA ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার ২০২৩/২০২৪ এর নতুন কমিটির অভিষেক

আমেরিকান এসোসিয়েশান অব বাংলাদেশী ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেক্টস”(AABEA) ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার ২০২৩/২০২৪ এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

ক্যালিফোর্নিয়ার সিটি অব বুয়েনা পার্কের অভিজাত লাক্সের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিতব্য উক্ত অনুষ্ঠানে স্বপরিবারে বাংলাদেশী আমেরিকান ইঞ্জিনিয়ারগণ সহ কমিউনিটির গন্যমান্য ব্যাক্তিবর্গ, ও অন্যান্য শ্রেণী পেশার মানুষ এতে অংশ গ্রহন করেন

বাংলাদেশী আমেরিকান ইঞ্জিনিয়ারদের সংগঠন “আমেরিকান এসোসিয়েশান অব বাংলাদেশী ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেক্টস”(AABEA) ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার ২০২৩/২০২৪ এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়ে গেল ১৩ই মে শনিবার রাতে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সিটি অব বুয়েনা পার্কের অভিজাত লাক্সের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিতব্য উক্ত অনুষ্ঠানে স্বপরিবারে বাংলাদেশী আমেরিকান ইঞ্জিনিয়ারগণ সহ কমিউনিটির গন্যমান্য ব্যাক্তিবর্গ, ও অন্যান্য শ্রেণী পেশার মানুষ এতে অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানটি সন্ধা ৬টায় শুরু হয়ে প্রায় মধ্য রাত অবধি চলে। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং এর পরই একটি বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এর পর বিদায়ী প্রেসিডেন্ট জনাব ইঞ্জিঃ শহীদ আলম তার বিদায়ী বক্তব্য রাখার পর পরই নব নির্বাচিত কমিটি শপথ গ্রহন করেন।

নব নির্বাচিত কমিটির সদস্যরা হলেন জনাব ইঞ্জিঃ মোঃ মহিবুর রইস (সভাপতি), ইঞ্জিঃ সিদ্দিক হোসেন (প্রেসিডেন্ট ইলেক্ট), ইঞ্জিঃ কামরুল ইসলাম (জেনারেল সেক্রেটারি), ইঞ্জিঃ লামিসা সুলতানা (ট্রেজারার), ইঞ্জিঃ রুহুল আমিন ভূইয়া (রিপ্রেজেন্টেটিভ, সেন্ট্রাল এস সি চ্যাপ্টার), ইঞ্জিঃ সানি কবির (এক্সিকিউটিভ মেম্বার), ইঞ্জিঃ মোঃ আব্দুল গাফফার (এক্সিকিউটিভ মেম্বার), ইঞ্জি তানভির চৌধুরী (এক্সিকিউটিভ মেম্বার), ইঞ্জিঃ মীর তানভীর (এক্সিকিউটিভ মেম্বার), ইঞ্জিঃ শান্ত পল (স্টুডেন্ট কো-অর্ডিনেটর)।

শপথ গ্রহণ শেষে নব নির্বাচিত প্রেসিডেন্ট জনাব মোঃ মহিবুর রইস তার স্বাগত বক্তব্য দেন। জনাব রইস তার স্বাগত বক্ত্যবে বিদায়ী কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন কমিটিকে নিয়ে আগামী দিনে ভালো কিছু করার অঙ্গীকার ব্যাক্ত করেন।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিঃ ডঃ মোঃ রফিকুজ্জামান এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া (রিভারসাইড) এর প্রফেসর ক্রিস্টোফার এস লিন্চ। প্রধান অতিথি মোঃ রফিকুজ্জামান এবং গেস্ট অব অনার প্রফেসর ক্রিস্টোফার লিন্চ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন এএবিইএ সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট জনাব ইঞ্জিঃ শেখ মইনুদ্দিন।

বক্তব্য পর্ব শেষে দুটি টেকনিক্যাল প্রেজেন্টেশান উপস্থাপন করেন এক্সিকিউটিভ মেম্বার জনাব সানি কবির ও মোঃ রুহুল আমিন ভূইয়া। অভিষেক অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংঙ্গীত পরিবেশ করে অতিথিদের মনোরঞ্জন করেন আমেরিকান প্রবাসী বাংলাদেশী কমিউনিটির দুইজন জনপ্রিয় শিল্পী সাদিয়া রহমতুল্লাহ ইসরাইল ও এম এ সোয়েব।

আমন্ত্রিত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজনে ছিল বাঙ্গালীয়ানা সুস্বাদু খাবারের বিশেষ আয়োজন।

Blog Author

Written by

RECIPE REVIEWS

Login to comment