Blog

আয়ারল্যান্ডে বাংলাদেশিদের বর্ণিল বর্ষবরণ

সাংস্কৃতিক পর্বে গানে গানে তুলে ধরা হয় দেশের কথা, ইংরেজি বর্ষবরণের নানা প্রসঙ্গ

আয়ারল্যান্ডে বাংলাদেশিদের বর্ণিল বর্ষবরণ

আয়ারল্যান্ডের ওয়াটারফোর্ডে বর্ণাঢ্য আয়োজনে নতুন বর্ষবরণ করেছে বাংলাদেশিরা। 

বর্ষবরণের আয়োজনের মধ্যে ছিল, আতশবাজি, আলোকসজ্জা এবং নানা সাংস্কৃতিক আয়োজন। পরে স্থানীয় একটি মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে থরে থরে সাজানো হয় রকমারি দেশিয় খাবার। যেগুলো প্রবাসী বাঙালিরা নিয়ে আসেন। দেখে বলার উপায় নেই এটি দেশ থেকে হাজারও মাইল ‍দূরে বাংলার কোনো আয়োজন।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment