Blog

এশিয়ার দেশগুলোয় চালের রফতানি মূল্য কমেছে

ব্যাংককভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘‌চালের চাহিদা কমেছে। ভারত থেকে রফতানি বাড়লে দাম আরো কমতে পারে। আরেক ব্যবসায়ী বলেছেন, ‘‌বিশেষ করে পশ্চিমা বাজার থেকে চাহিদা কমছে

এশিয়ার দেশগুলোয় চালের রফতানি মূল্য কমেছে

বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশ ভারত। দেশটিতে রুপির বিনিময় হার রেকর্ড নিম্নে নেমেছে। এ কারণে চলতি সপ্তাহে চাহিদা স্থিতিশীল থাকা সত্ত্বেও দেশটিতে কমেছে চালের দাম।

এদিকে এ সময় এশিয়ার অন্যান্য রফতানিকারক দেশ ভিয়েতনাম ও থাইল্যান্ডের বাজার কার্যক্রমেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। খবর বিজনেস রেকর্ডার।

 

চলতি সপ্তাহে ভারতে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চাল বেচাকেনা হয়েছে টনপ্রতি ৪৪৪-৪৫০ ডলার, যা আগের সপ্তাহে ছিল ৪৪৫-৪৫৩ ডলার। এছাড়া দেশটিতে চলতি সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত সাদা চাল টনপ্রতি ৪৫০-৪৫৮ ডলারে বেচাকেনা হয়েছে।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment