Blog

রাষ্ট্র পুনর্নির্মাণে সংস্কারের পথরেখা ঘোষণা

ছয়টি কমিশনের কাজ পরিচালনার জন্য ছয় জন বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দেয়া হয়েছে। আগামী পয়লা অক্টোবর থেকে কমিশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্র পুনর্নির্মাণে সংস্কারের পথরেখা ঘোষণা

রাষ্ট্র সংস্কারের রূপরেখা তৈরির জন্য একটি পথরেখা ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি ছয়টি কমিশন গঠনের কথা জানান। সেগুলো হলো: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন।

এসব কমিশনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের রূপরেখা চূড়ান্ত করার ঘোষণা দেন তিনি।

তিনি সবাইকে নিজ নিজ জগতে সংস্কারের আহ্বান জানান। বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, বিচার প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন এই চারটি প্রতিষ্ঠানের সংস্কার অপরিহার্য।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment