Blog

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৬০ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

ভূমধ্যসাগরের দক্ষিণ প্রান্ত থেকে সাতজনের মরদেহ উদ্ধার করেছে ইতালির উপকূলরক্ষী বাহিনী। গত ৪ সেপ্টেম্বর লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটে

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৬০ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

পৃথক অভিযানে ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৬০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্স।উদ্ধারের পর তাদের সবাইকে ইটালির দক্ষিণাঞ্চলীয় ছোট দ্বীপ লাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়েছে।

সিসিলিয়ান দ্বীপপুঞ্জের লাম্পেদুসায় পৌঁছে দেওয়ার পর অভিবাসীনপ্রত্যাশীদের দ্বীপের আশ্রয় শিবিরে রাখা হয়েছে। গত রোববার প্রথম উদ্ধার অভিযানে একটি নৌকা থেকে বাংলাদেশ, সিরিয়া ও সুদানের ২২ জন নাগরিককে উদ্ধার করে ফ্রন্টেক্স।

পরে দ্বিতীয় অভিযান চালিয়ে অপর একটি নৌকা থেকে ৩৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশি, সিরীয়, মরোক্কান এবং মিসরীয়রা ছিলেন বলে জানিয়েছে সংস্থাটি।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment