দুই ব্রিটিশ বাঙালির নতুন এক ইতিহাস
রুশনারা আলী ২০১৬ সাল থেকে ব্রিটিশ সরকারের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত হিসাবে দায়িত্বরত।
টিউলিপ সিদ্দিক বর্তমান প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার মেয়ে তাই আশা করা যাচ্ছে এই দুই সূর্যসন্তান এক সাথে দুই দেশের বাঙালিদের জন্য কাজ করবেন
যুক্তরাজ্যের নতুন সরকারে টিউলিপ-রুশনারা
বাংলাদেশি বংশোদ্ভূত দুই ব্রিটিশ রাজনীতিবিদ–টিউলিপ সিদ্দিক ও রোশনারা আলী– প্রথমবারের মতো যুক্তরাজ্যের মন্ত্রিসভায় স্থান পাওয়ায় উচ্ছ্বসিত বিলেতের বাঙালিরা। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তারা। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অভিনন্দন জানাচ্ছেন।
দুই ব্রিটিশ বাঙালি নতুন এক ইতিহাস গড়লেন। বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক ব্রিটিশ সরকারের নগর মন্ত্রী ও সিলেটের মেয়ে রুশনারা আলী হাউজিং, কমিউনিটিজ এন্ড লোকাল গভর্মেন্ট মিনিস্টার এর দায়িত্ব পেয়েছেন ।
তাদের এ অর্জনে ব্রিটিশ বাঙালিরা গর্বিত। আর এ কারণে মন্ত্রীত্ব না পাওয়ার যে হতাশা ছিল ব্রিটিশ বাঙ্গালীদের মাঝে সেটি গতকাল থেকে আনন্দ উৎসবে পরিণত হয়েছে ।