Blog

ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি চার কন্যার বিজয়

যুক্তরাজ্যের এবারের নির্বাচনে ছোট-বড় মোট ৯৫টি রাজনৈতিক দল প্রার্থী দেয়। দেশটির ইতিহাসে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসের ৬৫০টি আসনের বিপরীতে এবারই সবচেয়ে বেশি ৪ হাজার ৫১৫ জন প্রার্থী ভোট করেন

যুক্তরাজ্যের ভোটের লড়াইয়ে যে ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ছিলেন, তাদের মধ্যে চারজনের মুখে জয়ের হাসি ফুটেছে

বৃহস্পতিবার (৪ জুলাই) অনুষ্ঠিত হয়ে গেল ব্রিটেনের হাউজ অব পার্লামেন্ট-এর সাধারণ নির্বাচন। ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে চার বাংলাদেশি বংশদ্ভোত কন্যার বারবার বিজয়ে  ব্রিটিশ বাংলাদেশিরা গর্বিত । এখানে প্রায় ১০ লাখ বাংলাদেশী রয়েছেন । তারা  এই জয়ের জন্য আনন্দ উল্লাস করছেন । 

২০১৫ সালের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন ১১ ব্রিটিশ-বাংলাদেশি, ২০১৯ সালে সংখ্যাটি বেড়ে হয় ১৪। সেই হিসাবে এবার সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি প্রার্থী থাকলেও নতুন কেউ জয় পাননি।

বিজয়ীরা হলেন রুশনারা  আলী, তিনি পঞ্চম বারের মত এবার বিজয়ী হলেন।  ১৫,৮৯৬ ভোট পেয়ে লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে জয়লাভ করেছেন । যুক্তরাজ্যের  পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হলেন রুশনারা আলী। 

লেবার পার্টি থেকে  হ্যাম্পস্টেড এবং হাইগেট আসন থেকে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক চতুর্থবারের মতো বিজয়ী  হন। তিনি মোট ভোট পেয়েছেন  ২৩৪৩২ টি । 

ড. রুপা হক চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন । লন্ডনের ইলিং সেন্ট্রাল এবং অ্যাক্টন আসন থেকে লেবার পার্টির মনোনয়ন নিয়ে  ২২৩৪০ ভোট পেয়ে বিজয়ী হন তিনি । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জেমস উইন্ডসর-ক্লাইভ পেয়েছেন ৮৩৪৫ টি ভোট ।

 লেবার পার্টি থেকে  আফসানা বেগম  পপুলার ও লাইমহাউজ আসন থেকে বিপুল ভোট পেয়ে তিনি দ্বিতীয় মেয়াদে বিজয়ী হয়েছেন । তিনি  মোট ভোট পেয়েছেন ১৮৫৩৫ টি । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নাথালি সিলভিয়া বিনফাইট পেয়েছেন ৫৯৭৫ভোট। 

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment