Blog

ক্যালিফোর্নিয়ায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

জিয়াউর রহমান তার ঘটনাবহুল কর্মময় জীবন দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন অলঙ্কৃত করে আছেন। নানা কারণে তিনি বাংলাদেশের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ে স্থান করে নিয়েছেন। তার সততা, নিষ্ঠা, গভীর দেশপ্রেম, পরিশ্রমপ্রিয়তা, নেতৃত্বের দৃঢ়তা প্রভৃতি গুণাবলি এ দেশের গণমানুষের হৃদয়কে স্পর্শ করেছিল।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকীতে ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি প্রাণ হারান।
 
ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির আগমনে অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।
 
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ফরেইন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি তার বক্তৃতায় ক্যালিফোর্নিয়া বিএনপির সকল নেতা কর্মীদেরকে শহিদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে নিজেদের সকল ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে চলমান গনতান্ত্রিক আন্দোলনকে দেশে ও বিদেশে সর্বাত্বক সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি জনাব বদরুল আলম চৌধুরী শিপলু এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব এম. ওয়াহিদ রহমান এবং দোয়া পরিচালনা করেন সহ-সভাপতি জনাব আফজাল হোসেন শিকদার।
 
আলোচনা সভায় বক্তারা দেশের এই দু:সময়ে শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবত হয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামে সকল নেতাকর্মীদের অংশ নেয়ার আহবান জানান। 
 
পরে শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
 
Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment