নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক বাংলাদেশ ডে প্যারেড
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর উদ্যোগে এই প্যারেড অনুষ্ঠিত হয় । মেয়র এরিক এডামস উদ্বোধনী বক্তব্যে বলেন, প্রবাসী বাংলাদেশিদের এ ঐতিহাসিক প্যারেডে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক বাংলাদেশ ডে প্যারেড
নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক বাংলাদেশ ডে প্যারেড। সাম্প্রতিককালে বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এ ধরনের কোন প্যারেড অনুষ্ঠিত হয় নি।
বাংলাদেশের পতাকা হাতে হাজারো মানুষ এ প্যারেডে অংশগ্রহন করে। নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস রোববার জ্যাকসন হাইটসের ৬৯ স্ট্রিট ও ৩৭ এভিনিউ সংলগ্ন পার্কে মুর্হুমুহ করতালির মধ্যে প্যারেডের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
পরে তাকে নিয়েই প্রবাসী বাংলাদেশিরা ৩৭ এভিনিউ ধরে ৬৯ সিট্রট থেকে ৮১ স্ট্রিট পর্যন্ত প্রায় পৌনে ১ মাইলব্যাপী প্যারেডে অংশ নেন। এ সময় রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ বাংলাদেশের পতাকা হাতে বাংলাদেশ জিন্দাবাদ বলে শ্লোগান দিতে থাকেন।
বাসাবাড়ি এপার্টমেন্ট থেকে বাবা মা’র হাত ধরে ছোট ছোট ছেলেমেয়েরা বাংলাদেশের পতাকা হাতে রাস্তায় দাঁড়িয়েছিল।