Blog

''বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া'' এর যাত্রা শুরু

বাংলাদেশ থেকে যে সকল ছাত্ররা আমেরিকার উদ্দেশ্যে পড়ালেখা করতে আসেন তাদের নিয়েই এই নতুন সংগঠনের যাত্রা শুরু ২৮ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্র-ছাত্রীদের বিভিন্নভাবে সহযোগিতা করা

বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া নামে ২০২৩ সালের ২৮ ডিসেম্বর হতে যাত্রা শুরু হলো নতুন একটি সংগঠনের |

শিক্ষা- শান্তি -সংগঠন, শিক্ষার সঙ্গে দীক্ষা, কর্মের সঙ্গে নিষ্ঠা, জীবনের সঙ্গে দেশপ্রেম এবং মানবীয় গুণাবলির সংমিশ্রণ ঘটিয়ে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া ২০২৩ সালের ২৮ ডিসেম্বর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র -ছাত্রী নেতৃবৃন্দ একত্রিত হয়ে প্রতিষ্ঠানটি সংগঠিত করা হয়।

কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীদের সাংগঠনিকভাবে রাজনীতি-সম্পৃক্ততার নানা মডেল পৃথিবীর বিভিন্ন দেশে আছে। এক্ষেত্রে ক্যালিফোর্নিয়ার রাজনীতিক দিক বিবেচনা করলে দেখা যাবে ছাত্রদের সম্পৃক্ততা অনেকটা কম। সাধারণত বাংলাদেশ থেকে যে সকল ছাত্ররা আমেরিকার উদ্দেশ্যে পড়ালেখা করতে আসেন তারা সবাই এখানে এসে বিভিন্ন কর্মকান্ডে জড়িয়ে পড়ে, এক্ষেত্রে দেখা যায় রাজনীতি করার সে রকম একটা সুযোগ কিংবা সময় হয়ে ওঠে না। বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্র-ছাত্রীদের বিভিন্নভাবে সহযোগিতা করা এবং এটি সম্পূর্ণ একটি অলাভজনক প্রতিষ্ঠান।

এখানে আসার পরে দেখা যায় ছাত্ররা ইনফরমেশন পায় না কিংবা পড়ালেখার পরবর্তী পদক্ষেপ গুলো কি হতে পারে সেই সম্পর্কে তাদের ধারণা থাকে না আর এই কারণে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া এই সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করবে।

বিশেষ প্রতিনিধিঃ মোঃ ওমর ফারুক (মাসুম): লস এঞ্জেলস, ক্যালিফোর্নিয়া

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment