Blog

দুবাইয়ে এনআরবি ওয়ার্ল্ড ও বিজনেস গ্লোবাল কনফারেন্স অনুষ্ঠিত

অধিবেশনে ৩৫ দেশ থেকে প্রায় ২০০ শতাধিক প্রবাসী বাংলাদেশি ও কূটনৈতিক কর্মকর্তাসহ বিভিন্ন সেক্টরের শতাধিক বিনিয়োগকারী এবং সারা বিশ্বের ব্যবসায়ী সংগঠন ও তাদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

সংযুক্ত আরব আমিরাতে ২০২৩ দুবাই গ্লোবাল বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাতে ২২-২৪ ডিসেম্বর ২০২৩ দুবাই গ্লোবাল বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হলো। 

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এনআরবি ওয়ার্ল্ড ও বিজনেস আমেরিকান ম্যাগাজিন আয়োজনে গ্লোবাল বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। তিনদিন ব্যাপী শেষ হলো গ্লোবাল এন আর বি বিজনেস কনফারেন্স দুবাই মিলিনিয়াম হোটেলে।

উদ্ভোধনী বক্তব্য দেন দুবাই এর শেখ ডঃ জুমা মাডানী। তিনি বলেন, বিশ্বের বিভিন্য দেশ থেকে বাংলাদেশী বিজনেস আইকনদের এই মহাসম্মেলন দেখে আমি সত্যিই অভিভুত হয়েছি। তিনি বাংলাদেশী বিজনেসম্যানদের দুবাইতে বিনিয়োগ করবার জন্য আহ্বান জানান। তিনি বিনিয়োগ কারীদের সকল ধরনের সাহায্য করবেন বলেও ঘোষনা দেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের এম্বাসেডর  ডঃ মুহাম্মদ আবু জাফর । বিশেষ অতিথি ছিলেন কনসাল জেনারেল জামাল হোসেইন।

দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে ভাষন দেন গ্লোবাল এনআরবি বিজনেস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা বিলিনিয়ার ব্যবসায়ী এবং সমাজসেবক ডঃ কালি প্রদিপ চোধুরী। অন্যান্যদের মধ্যে বকতব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেকটর জেনারেল আবুল হায়াত নুরুজজামান, আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের ( এবিসিসিআই) এর সভাপতি গিয়াস আহমেদ, ব্যারিষটার মনোয়ার হোসেইন সিংগাপুর চেম্বার অব কমাসের সভাপতি সাহিদুজজামান , এম ডি এস ইসলাম নাননু জাপান, ব্রিটিশ বাংলাদেশ এসোসিয়েশন ( সামারসেট) সভাপতি করিম মিয়া শামিম , একাউন্টেট নোমান রোহিদ, জাপান চেম্বার এন্ড কমার্সের ডাঃ শেখ আল্মুজজামান, অস্ট্রেলিয়া চেম্বার অব কমার্সের জাফর হায়দার , বাংলাদেশ ডেফোডেনট ইউনিভারসিটি চেয়ারম্যান আইয়ুব আলী, ওয়াশিংটন ইউনিভারসিটির ভাইস চান্সেলর আবু বকর হানিফ ।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment