Blog

মালদ্বীপে সাগরে ডুবে বাংলাদেশির মৃত্যু

সাইদুল ইসলাম আট বছর আগে মালদ্বীপে এসেছিলেন

সোমবার রাতে ডাইভিং করার জন্য পানির নিচে তলিয়ে মো. সাইদুল ইসলাম (৩৫) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে

মালদ্বীপের ভিলিংগিলি আইল্যান্ড নিকটবর্তী সাগরে মাছ ধরতে গিয়ে জোয়ারের পানিতে তলিয়ে মো. সাইদুল ইসলাম (৩৫) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সাইদুল ইসলাম আট বছর আগে মালদ্বীপে এসেছিলেন। দীর্ঘদিন তিনি অবৈধভাবে উক্ত আইল্যান্ডটির নিকটবর্তী একটি মাছের বোটে কাজ করতেন। মাত্র তিনমাস আগে মালদ্বীপের আইন অনুযায়ী সমস্ত ডকুমেন্টস আপডেট করে বৈধভাবে কাজ শুরু করছিল।
 
প্রতিদিনের মতো সোমবার রাতে ডাইভিং করার জন্য পানির নিচে গেলে, সময় মত উঠে না আসায় চিন্তিত হয়ে যান বোটটিতে থাকা তার সহপাঠীরা।
 
পরে সহপাঠীদের সহায়তায় উদ্ধার করে উপরে নিয়ে এলে, তার আশংকাজনক অবস্থা দেখে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তারা। প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ওই আইল্যান্ডটির হিমঘরে রাখা হয়েছে।
Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment