Blog

সেক্রামেন্টোতে প্রবাসী বাংলাদেশীদের বিজয় দিবস উদযাপন

প্রতিবারের ন্যায় এবারও ক্যালিফোর্নিয়ার সেক্রামেন্টো সংশ্লিষ্ট শহর সমূহের অধিবাসী প্রবাসী বাংলাদেশীদের সংগঠন Sacramento Area Bangladeshi-American Association (SABAA) এর আয়োজনে বাংলাদেশের ৫২ তম বিজয় দিবস উদযাপন করা হয়

সেক্রামেন্টোতে প্রবাসী বাংলাদেশীদের ৫২ তম বিজয় দিবসের সফল উদযাপন

প্রতি বছরের ন্যায় এবারো ক্যালিফোর্নিয়ার রাজধানী সেক্রামেন্টো সংশ্লিষ্ট শহর সমূহের অধিবাসী প্রবাসী বাংলাদেশীদের সংগঠন Sacramento Area Bangladeshi-American Association (SABAA) এর আয়োজনে গতকাল শনিবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের ৫২ তম বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলায়, এই উপলক্ষে দিনটিকে সরণীয় করে রাখতে ডেভিস শহরের হারপার জুনিওর হাই স্কুলের অডিটোরিয়ামে দিনব্যাপী বিজয়মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাকজমকপূর্ণ এবং আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠানটির সমন্বয়ক সাবা’র সাংস্কৃতিক সম্পাদক নুসরাত নূরানি এর আহ্বানে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন সাবা’র প্রেসিডেন্ট জনাব হাফিজুর চৌধুরী সোহেল।

শুভেচ্ছা বক্তব্যের পরপর সাবা’র ফাউন্ডিং প্রেসিডেন্ট মোজাম্মদ ইসলাম জিয়া। সংগঠনের কার্যকরী সদস্যদের উপস্থিতে বিজয় মেলা উদ্বোধন করেন।

এর পরপরই শুরু হয় সবার প্রত্যাশিত আকর্ষণীয় অনুষ্ঠান, স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং একজন শিশু শিল্পীর যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ফ্ল্যাশ-মব এর সমাপ্তি হয়। সঙ্গীত, আবৃতি, বাংলাদেশের ঐতিহ্য এবং অর্জন নিয়ে স্কিড এবং নৃত্যের তালে সাজানো হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ গ্রহন করেন স্থানীয় শিল্পীবৃন্দ। এতে সহযোগিতা করেন, আব্দুল্লাহ, জিসান, রানা, সাইদ, তন্ময়, শুভ্র সহ আরও অনেক সেচ্ছা সেবী।

সাবা’র জেনারেল সেক্রেটারি হূমায়রা সাবা সাংস্কৃতিক অনুষ্ঠানের জমকালো মঞ্চ পরিকল্পনার সমন্বয় করেন। দীর্ঘ দিন যাবত কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে জড়িত থেকে সেবা প্রদান করার জন্য এই অঞ্চলের অতি পরিচিত মুখ বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী সালাম খান কে এ বছর এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এবছরের ৫২ তম বিজয় দিবস ছিল SABAA -র পঞ্চম বছরের সফল উদযাপন। বছরের এই দিনটিতে সবাই একত্রিত হতে পেরে সংগঠনের কার্যনির্বাহী কমিটিকে প্রবাসীগণ আন্তরিক ভাবে ধন্যবাদ জানায় এবং আগামীতে প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্য কামনা করে ।

 

কলম কথা, কালের কণ্ঠ - হতে রিপোর্টটি সংগৃহীত

বি:দ্র: - ভূল সংশোধন পূর্বক, পরবর্তীতে সাবা’র সাংস্কৃতিক সম্পাদক নুসরাত নূরানি এর নাম সংযুক্ত করা হয়েছে এবং অন্যান্য স্বেচ্ছাসেবীদের নামের সাথে রুহুল আমিন ভূঁইয়ার নাম উক্ত নিউজ থেকে বাদ দেওয়া হয়েছে | ধন্যবাদান্তে: বাঙালি ভয়েস কর্তৃপক্ষ

 

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment