Blog

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারত, আফগানিস্তান ও পাকিস্তানের বাইরে এবার à¦¬à¦¾à¦‚লাদেশ যুবাদের শিরোপা উৎসব

সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম শিরোপা জিতেছে রাব্বি-শিবলীরা

দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে যুব এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়ন এখন বাংলাদেশ। আশিকুর রহমান শিবলীর শতরানের উপর ভর করে টাইগাররা ৮ উইকেটে ২৮২ রান সংগ্রহ করে। জবাবে লাল-সবুজদের চার বোলারের আগুন ঝরা বোলিংয়ে সংযুক্ত আরব আমিরাত অলআউট মাত্র ৮৭ রানে। খেলেছিল ২৪.৫ ওভার। ফলে বিশাল জয়ে বাংলাদেশ যুবাদের শিরোপা উৎসব।

বাংলাদেশ এ নিয়ে দ্বিতীয় বার এই আসরের ফাইনালে খেললো। ২০১৯ সালে শ্রীলঙ্কার মাঠে ফাইনালে যুব টাইগারদের ৫ রানে হারিয়েছিল ভারত।
প্রায় চার বছর আগেই ২০১৯ সালে বিশ্বজয় করে ফেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তা দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতকে হারিয়ে। এবার সেমিতে সেই ভারতকে বিদায় করে বাংলাদেশ। অপর সেমিতে পাকিস্তানকে হারিয়ে দেয় আমিরাত। তাদের কাছে পাকিস্তানের হার ছিল অঘটন। মধ্য প্রাচ্যের এই দলটি অবশ্য গতকাল কোনো চকমই দেখাতে পারেনি। বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচেও ৬১ রানে হারিয়েছিল সংযুক্ত আরব আমিরাতকে।

বাংলাদেশী বোলারদের মধ্যে মারুফ মৃধা ২৯ রানে তিনটি, রোহানাত দৌলা বোরসান ২৬ রানে তিনটি, ইকবাল হোসেন ইমন ১৫ রানে দু’টি এবং শেখ পারভেজ জীবন সাত রানে দুই উইকেট নেন। এর আগে বাংলাদেশ ইনিংস ২৮২ পর্যন্ত যেতে পেরেছিল তিন ব্যাটারের দায়িত্বশীলতায়। ওপেনার আশিকুর রহমান শিবলী ১৪৯ বলে ১২৯ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ১২টি চার ও একটি ছক্কা। রান পাওয়া অপর দুই ব্যাটার হলেন- চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৬০ (৭১ বল, একটি ছক্কা ও চারটি বাউন্ডারি) এবং আরিফুল ইসলামের ঝড়ো গতির ৫০ রানের কল্যাণে। ৪০ বলে ছয়টি বাউন্ডারিতে এই রান করেন তিনি। এ ছাড়া মাহফুজুর রহমান রাব্বী ১১ বলে ২১ রান করেন।
ম্যাচ সেরা এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন আশিকুর রহমান শিবলী।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment