Blog

জর্জিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য দু'দিনব্যাপী ভ্রাম্যমান দূতাবাস

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, à¦¬à¦¾à¦‚লাদেশ কন্স্যুলার অফিস মিয়ামি, ফ্লোরিডার কন্স্যুলার জেনারেল মোহাম্মদ ইকবাল আহমেদ উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ দূতাবাসের কার্যক্রমটি  à¦ªà¦°à¦¿à¦šà¦¾à¦²à¦¨à¦¾ করবেন

আগামি ৯ ও ১০ ডিসেম্বর (শনি ও রবিবার) জর্জিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য দু'দিনব্যাপী ভ্রাম্যমান দূতাবাস কার্যক্রম অনুষ্ঠিত হবে

আগামি ৯ ও ১০ ডিসেম্বর (শনি ও রবিবার) জর্জিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য দু'দিনব্যাপী ভ্রাম্যমান দূতাবাস কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত স্থানীয় সোনালী এক্সচেঞ্জ অফিস প্রঙ্গণে এ ভ্রাম্যমান দূতাবাস কার্যক্রমে মেশিন রিডবল পাসপোর্ট (এমআরপি), নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর), বার্থ সার্টিফিকেট, পাওয়ার অব এটর্নি, দ্বৈত নাগরিকত্বের আবেদন গ্রহনসহ সব ধরণের প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করার ব্যবস্থা করা হবে। বাংলাদেশ কন্স্যুলার অফিস মিয়ামি, ফ্লোরিডার কন্স্যুলার জেনারেল মোহাম্মদ ইকবাল আহমেদ উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ দূতাবাসের কার্যক্রমটি  à¦ªà¦°à¦¿à¦šà¦¾à¦²à¦¨à¦¾ করবেন বলে জানানো হয়েছে।

যথা সময়ে প্রবাসীদের উপস্থিত হয়ে নিজেদের সেবা গ্রহনের জন্য বাংলাদেশ অ্যসোসিয়েশন অব জর্জিয়ার পক্ষ থেকে  à¦†à¦¹à¦¬à¦¾à¦¨ করা হয়েছে।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment