Blog

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত

শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত রোজিম গোমস্তাপুর উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের নিমঈল এলাকার আবুল কালামের ছেলে

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রোজিম (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি, স্থানীয় এলাকাবাসী ও রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রোজিম গোমস্তাপুর উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের নিমঈল এলাকার আবুল কালামের ছেলে। তিনি গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়া গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, রোজিমসহ আরও ৫-৬ জন গতকাল শনিবার দিবাগত রাতে গরু আনতে ভারতে যায়। এ সময় ভারতের ভবানীপুর সীমান্তের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে রোজিম গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তার মরদেহ ভারতের অভ্যন্তরেই রয়েছে।

সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে নঁওগা ১৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক জানান, বিএসএফ হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তথ্য না দিলেও পশ্চিমবঙ্গের মালদা ১৫৯’র আরকেওয়াদা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক গোলাগুলির বিষয়টি স্বীকার করেছেন।

বিজিবি অধিনায়ক বলেন, স্থানীয় সূত্রে জানা গেছে মরদেহ ভারতের ভেতরেই রয়েছে। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে ব্যাপক খোঁজখবর নেওয়া হচ্ছে এবং বিএসএফের সংশ্লিষ্ট ক্যাম্প কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment