Blog

আমেরিকার বোস্টনে মাইজভান্ডারীর মুক্ত আলোচনা

২ ডিসেম্বর শনিবার বিকেল স্থানীয় সময় বিকেল ৪ টায় ক্যমব্রিজ সিটির ১০১ রজার স্ট্রিট স্টুডিও হলে এই মুক্ত আলোচনায় অংশ নেন আমেরিকার নিউইংল্যান্ডে বিভিন্ন শ্রেণী পেশায় গুরুত্বপূর্ণ অবদান রাখা নির্বাচিত বাংলাদেশী কৃতিজনরা। এমআইটির পোস্ট ডক্টোরাল স্কলার ড, এম ইমরানুল করিমের সঞ্চনালনায় শুরুতে কোরান তেলাওয়াত করেন আহমদ নবী

আলোচকগণ শান্তিপূর্ণ সমাজ বির্নিমানে সুফি চর্চা একটি অবিকল্প মাধ্যম বলে উল্লেখ করে নিয়মিত বিরতিতে এই ধরনের আয়োজনের প্রয়োজনিয়তা তুলে ধরেন

শান্তি এবং ন্যায় বিচারের সুফল পেতে হলে ক্ষমা নিশ্চিত করতে হবে আমেরিকার বোস্টনে মুক্ত আলোচনায় শাহসুফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম:)

 

মাইজভান্ডারী একাডেমি আয়োজিত মুক্ত আলোচনা ” সুফি দৃষ্টিভঙ্গি : শান্তি এবং ন্যায় বিচার” শীর্ষক মুক্ত আলোচনায় সভাপতির বক্তব্যে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক) ট্রাস্ট এর ম্যানেজিং ট্রাস্টি শাহসুফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী বলেন- শান্তি এবং ন্যায় বিচারের সুফল পেতে হলে ক্ষমা নিশ্চিত করতে হবে। এই ক্ষমার উদারতার শিক্ষা মেলে তাসাউফ চর্চার মাধ্যমে। যার মাধ্যমে সাম্য প্রতিষ্ঠা সহজ হয়।

 

তিনি আরো বলেন মাইজভান্ডারি ত্বরিকায় আমরা পায় ধর্ম সাম্যের শিক্ষা, ধন সাম্যের শিক্ষা ও বিচার সাম্যের শিক্ষা ।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment