Blog

মস্কোর ফাইনান্সিয়াল ইউনিভার্সিটির উপদেষ্টা বোর্ডের সভাপতি ড. ইউনূস

ফাইনান্সিয়াল ইউনিভার্সিটি রাশিয়ার শীর্ষ ৫টি বিশ্ববিদ্যালয়ের অন্যতম যার একাডেমিক সদস্য তিন হাজার

ইউনিভার্সিটির রেক্টর প্রফেসর স্তানিস্লাভ প্রোকোফিয়েভের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডে গঠনের লক্ষ্যে আয়োজিত বৈঠকে তাকে উপদেষ্টা বোর্ডের সভাপতি নিযুক্ত করা হয়

মস্কোর ফাইনান্সিয়াল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের সভাপতি নিযুক্ত হলেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (২৩ নভেম্বর) নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ও ইউনিভার্সিটির রেক্টর প্রফেসর স্তানিস্লাভ প্রোকোফিয়েভের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডে গঠনের লক্ষ্যে আয়োজিত বৈঠকে তাকে উপদেষ্টা বোর্ডের সভাপতি নিযুক্ত করা হয়।

সোমবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফাইনান্সিয়াল ইউনিভার্সিটির এই আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ড একটি পরামর্শ-কেন্দ্রিক উচ্চশিক্ষামূলক কমিটির মতো কাজ করবে। যার মূল লক্ষ্য হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিভিন্ন আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানো, বিষয়বস্তুভিত্তিক গভীর বিশেষজ্ঞ-বিশ্লেষণ, কৌশলগত উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা ও উদ্ভাবনমূলক কর্মকাণ্ডে সহায়তা করা।

ফাইনান্সিয়াল ইউনিভার্সিটি রাশিয়ার শীর্ষ ৫টি বিশ্ববিদ্যালয়ের অন্যতম যার একাডেমিক সদস্য তিন হাজার।

গত বছর ড. ইউনূস এই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সেখানকার শিক্ষক ও ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দেন যেখানে তিনি ‘তিন শূন্য’ অর্থাৎ শূন্য নীট কার্বন নিঃস্বরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ ও শূন্য বেকারত্বের লক্ষ্য অর্জনে সামাজিক ব্যবসা-ভিত্তিক একটি নতুন সভ্যতা নির্মাণে তার চিন্তা-ভাবনা ও রূপকল্প তুলে ধরেন। 

প্রফেসর ইউনূস ও বিশ্ববিদ্যালয়ের রেক্টরের মধ্যে এই বৈঠকে একাডেমিক কর্মসূচি ও গবেষণার জন্য ভবিষ্যত কর্মপন্থা তৈরিতে আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের ভূমিকা ব্যাখ্যা করেন। তিনি প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা তত্ত্বের প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের একাডেমিক কর্মসূচিতে এই তত্ত্ব অন্তর্ভূক্ত করার আগ্রহ প্রকাশ করেন। 

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment