Blog

অর্থ পাচারের অভিযোগে দক্ষিণ আফ্রিকায় ৫ বাংলাদেশি আটক

১ কোটি ১০ লাখ র‍্যান্ড বা প্রায় সাড়ে ৬ কোটি টাকা জালিয়াতির অভিযোগে দক্ষিণ আফ্রিকার একটি আদালতে দুই বাংলাদেশিকে হাজির করা হয়

সাড়ে ৬ কোটি টাকা জালিয়াতির অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে। এদের মধ্যে ৩ জন কারাগারে আর বাকি দু’জন জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন

দক্ষিণ আফ্রিকার পুলিশ অর্থ পাচারের অভিযোগে ৫ বাংলাদেশিকে আটক করেছে। এক কোটি ১০ লাখ র‍্যান্ড যা প্রায় সাড়ে ৬ কোটি টাকা জালিয়াতির অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে। এদের মধ্যে ৩ জন কারাগারে আর বাকি দু’জন জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন। নর্দার্ন কেপ হকসের মুখপাত্র কর্নেল তেবোগো থিবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

১ নভেম্বর ২০২৩, শুক্রবার স্থানীয় গণমাধ্যম সানডে ওয়ার্ল্ডে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ১ কোটি ১০ লাখ র‍্যান্ড বা প্রায় সাড়ে ৬ কোটি টাকা জালিয়াতির অভিযোগে দক্ষিণ আফ্রিকার একটি আদালতে দুই বাংলাদেশিকে হাজির করা হয়। পরে আদালত ২০ হাজার র‍্যান্ড বা ১ লাখ ১৮ হাজার টাকার বিনিময়ে জামিন দিয়েছেন দুই আসামিকে। একই ঘটনায় মার্চে, তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল দক্ষিণ আফ্রিকান পুলিশ। যারা এখনো দক্ষিণ আফ্রিকার কারাগারে আছেন।

গত বৃহস্পতিবার দেশটির কিম্বারলিতে অবস্থিত বিশেষায়িত অর্থনৈতিক অপরাধ আদালতে হাজিরা দেন সর্বশেষ গ্রেপ্তার হওয়া ৩৩ বছর বয়সী বাংলাদেশি রিপন ইউনুস ও ৩৪ বছরের আশরাফ গুলামমাহাদ প্যাটেল। অর্থ পাচারের অভিযোগে গত বুধবার দক্ষিণ আফ্রিকার পুলিশের বিশেষায়িত ‘হকস’ বাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করে।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment