Blog

১৯৬০ সালে ঢাকাই মসলিন শাড়ি পরিহিত নারী

ঢাকাই মসলিন শাড়ি পরিহিত ঝর্ণা এখন পৃথিবীতে বেঁচে নেই

ছবিটি মোসাম্মাত মাসহুদা খাতুন (ঝর্ণা) নামক নারীর - ১৯৬০ সাল
১৯৬০ সালে ঢাকাই মসলিন শাড়ি পরিহিত একজন নারী, ঢাকা।
ঢাকাই মসলিন শাড়ি জাদুঘরে থাকলেও মসলিন শাড়ি পরিহিত কোনো নারী অথবা নারীর ছবি আজ অব্দি বোধহয় অনেকেই দেখেনি!
ছবিটি মোসাম্মাত মাসহুদা খাতুন (ঝর্ণা) নামক নারীর। তাঁরা ছিলেন ৯ বোন এবং ১ ভাই, মোট ১০ ভাইবোন।
 
ছবিটি তোলার সম্ভাব্য সময়কাল - ১৯৬০ সাল। ঢাকাই মসলিন শাড়ি পরিহিত ঝর্ণা এখন পৃথিবীতে বেঁচে নেই তবে তাঁর ভাই আলিমুল হক-এর বিশ্বাস তিনি বেঁচে থাকবেন, দেশের মানুষের অন্তরে স্থান করে নেওয়া এই শাড়ি ও ছবির মাধ্যমে।
Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment