Blog

পেনসিলভেনিয়ায় 'বাংলাদেশ এভিনিউ' সড়ক মোড়ক উন্মোচন

মিলবোর্ন বরোর মেয়র, সকল কাউন্সিলগনের সম্মতিক্রমে প্রস্তাবটি পাশ হয় এবং কাউন্সিলগন নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় যে, মাকের্ট স্টীট্র এবং সেলারস এভিনিউ সংযোগস্থল থেকে শুরু করে (পূর্বে যা সেলারস এভিনিউ নাম ছিলো) সেলারস এভিনিউ পুরোটাই 'বাংলাদেশ এভিনিউ' নামকরণ করা হবে

আগামী ৩রা ডিসেম্বর, রবিবার দুপুর ০১টায় সকল বাংলাদেশীদের অংশগ্রহনের মাধ্যমে সড়কটির মোড়ক উন্মোচনের অনুষ্ঠানটি করা হবে

পেনসিলভেনিয়া রাজ্যর ডেলওয়্যার কাউন্টির মিলবোর্ন বরোর বাংলাদেশি অধ্যুষিত মাকের্ট স্টীট্র এবং সেলারস এভিনিউ সংযোগস্থল (পূর্বে যা সেলারস এভিনিউ নামে পরিচিত ছিল) সেখানে বাংলাদেশ এভিনিউ' নামকরণের ঘোষণার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নামে সড়কের সংখ্যা হবে ৫টি এবং বাংলাদেশ এভ্যেনু ও ব্লুভার্ড নামেও রয়েছে বেশ কয়েকটি সড়কের নাম।

পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের মিলবোর্ন বরো এবং আপারডার্বী টাওনসীপের আশপাশের এলাকায় ৭/৮ হাজার প্রবাসী বাংলাদেশিদের বসবাস। ডেলওয়্যার কাউন্টির মধ্যেই একটি বরো তার নাম হলো মিলবোর্ন বরো। বর্তমান এই বরোতে মেয়র, ৫ জন কাউন্সিলারম্যান এবং ট্যাক্স ক্যালেকটরসহ সবাই বাংলাদেশী বংশোদ্ভূত। তাই এই বরোতে বসবাসকারী বাংলাদেশীদের দীর্ঘদিনের একটি দাবি ছিলো বাংলাদেশ নামে সেখানকার একটি রাস্তার নামকরণ করা হোক। তার পরিপ্রেক্ষিতে প্রায় ১ বছর পূর্বে স্থানীয় প্রবাসী বাংলাদেশীগন নির্বাচিত বাংলাদেশী জনপ্রতিনিধিদের সহযোগিতায় ‘বাংলাদেশ এভিনিউ' নামে একটি সড়কের নাম প্রস্তাবনা পেশ করে মিলবোর্ন বরোতে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে 

বরোর মেয়র উপস্হিতি সকল কাউন্সিলগনের সম্মতিক্রমে প্রস্তাবটি পাশ হয় এবং কাউন্সিলগন নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় যে, মাকের্ট স্টীট্র এবং সেলারস এভিনিউ সংযোগস্থল থেকে শুরু করে (পূর্বে যা সেলারস এভিনিউ নাম ছিলো) সেলারস এভিনিউ পুরোটাই 'বাংলাদেশ এভিনিউ' নামকরণ করা হবে। সেটি ছিলো সময়ের ব্যাপারমাত্র। পরর্বতিতে বরোর কাউন্সিল মিটিং এ তা অনুমোদিত হয়ে 'বাংলাদেশ এভিনিউ’ নামকরণ চূড়ান্ত হয়। 

মিলবোর্ন বরো কাউন্সিলার কর্তৃক 'বাংলাদেশ এভিনিউ' নামটি অনুমোদিত হওয়ার পর গত ৬ই নবেম্বর, ২০২৩ইং তারিখে বরোর কাউন্সিল মিটিং এ সিদ্ধান্ত নেয়া হয় সড়কটির মোড়ক উন্মোচন উদযাপনের কমিটি গঠন এবং আগামী ৩রা ডিসেম্বর, রবিবার দুপুর ০১টায় সকল বাংলাদেশীদের অংশগ্রহনের মাধ্যমে সড়কটির মোড়ক উন্মোচনের অনুষ্ঠানটি করা হবে। তাই আগামী ৩ রা ডিসেম্বর সড়কটি মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত। 

 

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment