Blog

ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশী কলেজ ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত

অসম্ভব মেধাবী ছাত্র আরিফ মোহাম্মদ নিউইয়র্কের উডসাইড এলাকায় তার পরিবারের সাথে বসবাস করতো

আরিফ ফুল স্কলারশীপ নিয়ে বোস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়। এই ইউনিভার্সিটির অপর ক্যাম্পাস রয়েছে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে। এই ক্যাম্পাসে তার এক বছর অধ্যয়ন করার কথা ছিলো।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের ওকল্যান্ডে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে বাংলাদেশী মেধাবী ছাত্র আরিফ মোহাম্মদ (১৮)। রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় ‘ডাবল হিট-এন্ড-রান’-এর শিকার হয়ে আরিফ মোহাম্মদ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। স্থানীয় আলামেডা কাউন্টি করোনার অফিস দুর্ঘটনার শিকার নিউইয়র্কের বাসিন্দা আরিফ মোহাম্মদের পরিচয় শনাক্ত করেছে।

পুলিশের বরাত দিয়ে জানা যায়, একটি ভাড়ায় চালিত জীপকারে চড়ে আরিফ মোহাম্মাদ স্থানীয় লিংকন অ্যাভিনিউ পাড়ি দেয়ার সময় দক্ষিণ দিক থেকে আসা অন্য একটি গাড়ি তার গাড়িকে ধাক্কা দেয়। এসময় তার জিপকারটির স্টার্ট বন্ধ হয়ে যায়। ততক্ষণে ধাক্কা দেয়া গাড়িটি চলে যায়। এসময় আরিফ মোহাম্মদ সহ দুই যাত্রী জীপকার থেকে নামলে অন্য একটি গাড়ি আরিফকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দ্বিতীয় বার ধাক্কা দেয়া গাড়িটিও তাৎক্ষনিকভাবে পালিয়ে যায়।

আরিফ মোহাম্মদের পিতা হলেন মাইনুদ্দিন মোহাম্মদ (খোকন) যিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে নিউ ইয়র্কে বসবাস করেন। আরিফের পরিবারের অন্য সদস্যরা হলেন তার মা এবং তার আদরের ছোট ৩ ভাই। উনাদের বাংলাদেশে দেশের বাড়ী à¦¨à§‹à§Ÿà¦¾à¦–ালী জেলার সোনাইমুড়ী উপজেলার শরকামতা গ্রামে।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment