Blog

ব্যাঘ্রবীর শ্যামাকান্ত, বাঘের সাথে লড়াই করে জয়ী

খেতেন দুই মণ দুধের মালাই | কুস্তিতে পারদর্শী ছিলেন শ্যামাকান্ত | হেলায় হারাতেন তখনকার পালোয়ানদের |

বহুবার তিনি খাঁচার ভেতরে ঢুকে বাঘের সাথে লড়াই করার সময় আক্রান্ত হন। কিন্তু প্রতিবারই তিনি মাথা ঠান্ডা রেখে নিরাপদে বেড়িয়ে আসেন
বাঘকে নিজের শারীরিক শক্তি দিয়ে বশ করতে চেয়েছিলেন তিনি | বেশ কয়েকমাসের অভ্যাসে বহু রক্ত-ঘাম ঝরিয়ে সফলও হন তিনি | বাঘের সাথে লড়ার সময় শ্যামাকান্ত বাঘের মুখে তার হাতটি ঢুকিয়ে দিতেন। বাঘ তার হাতটিকে কামড়ে ধরলে রক্তের ধারা গড়িয়ে পড়ত, কিন্তু তিনি থাকতেন নিরুত্তাপ | বহুবার তিনি খাঁচার ভেতরে ঢুকে বাঘের সাথে লড়াই করার সময় আক্রান্ত হন। কিন্তু প্রতিবারই তিনি মাথা ঠান্ডা রেখে নিরাপদে বেড়িয়ে আসেন।এভাবেই হয়ে ওঠেন কিংবদন্তি | তাঁর নামই হয়ে যায় - 'ব্যাঘ্রবীর শ্যামাকান্ত'!
কে এই 'ব্যাঘ্রবীর শ্যামাকান্ত' ?
আসল নাম শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায় | জন্ম ১৮৫৮ সালে অবিভক্ত বাংলার ঢাকা জেলার বিক্রমপুর অঞ্চলের আড়িয়ল গ্রামে।শ্যামাকান্তর পিতা শশীভূষণ বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা জেলার মুরাদনগরে আদালতে সেরেস্তাদার ছিলেন।শ্যামাকান্তরা ছিলেন চার ভাই ও তিন বোন।চার ভাইয়ের মধ্যে শ্যামাকান্ত ছিল সবচেয়ে বড় | বাঙালি জাতি দুর্বল, ভীরু, কাপুরুষ, আত্মরক্ষায় অক্ষম - এই অপবাদ ঘোচাতে তিনি ছিলেন বদ্ধপরিকর। তাঁর শক্তি এবং সাহস ছিল অপরিসীম।ছোট থেকেই পড়াশোনার থেকে শরীরচর্চার উপর তার ঝোঁক ছিল বেশি | পড়তেন ঢাকা কলেজিয়েট স্কুলে | সেখানে সহপাঠী ছিলেন পরেশনাথ ঘোষ | দুজনে মিলে লক্ষ্মীবাজারের অধর ঘোষের আখড়ায় কুস্তিচর্চা শুরু করেন | খেতেন দুই মণ দুধের মালাই | কুস্তিতেও পারদর্শী ছিলেন শ্যামাকান্ত | হেলায় হারাতেন তখনকার পালোয়ানদের |
শ্যামাকান্ত স্বপ্ন দেখতেন সৈনিক হবেন | কিন্তু ব্রিটিশ ভারতের সেনাবাহিনীতে বাঙালির প্রবেশ তখন নিষিদ্ধ | ঠিক করেন কোনও দেশীয় রাজ্যের সেনাবাহিনীতে ঢুকে যুদ্ধবিদ্যা শিখবেন | কিন্তু সেই ইচ্ছা পূর্ণ হয়নি | এর কিছুদিন পর বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি | বিবাহের পর শ্যামাকান্ত আগরতলায় বেড়াতে যান | ত্রিপুরার শাসক মহারাজ বীরচন্দ্র মাণিক্য বাহাদুর শ্যামাকান্তের দেহ সৌষ্ঠব ও শরীরচর্চায় পারদর্শিতা দেখে তাকে নিজের পার্শ্বচর নিযুক্ত করেন | একবার মহারাজের সাথে শিকারে বেরোলেন শ্যামাকান্ত | শিকার করতে গিয়ে বাঘ আক্রমণ করল তাদের | সেইসময় খালি হাতে বাঘের সাথে লড়ে তাকে ধরাশায়ী করেছিলেন শ্যামাকান্ত | দুই বছর পর ত্রিপুরায় থাকার পর ১৮৭৬ সালে শ্যামাকান্ত বরিশাল জেলা স্কুলের ব্যায়াম শিক্ষকের চাকরি নিয়ে বরিশাল চলে যান।সেখানেই গঠন করেন সার্কাস দল | কেনেন চিতাবাঘ | সেই চিতাবাঘকে বশ করার জন্যে খাঁচার ভেতর ঢুকে তার সাথে রীতিমত লড়াই শুরু করে দিতেন শ্যামাকান্ত | বাঘের নখদন্তে বহুবার ক্ষতবিক্ষত হয়েছেন কিন্তু হাল ছাড়েননি তিনি | দুইমাস পর সেই চিতাবাঘ বশ মানে | এরপর ধীরে ধীরে বাঘ, সিংহের মত হিংস্র পশু বশ করতে শুরু করেন শ্যামাকান্ত | সারা দেশে শ্যামাকান্তের নাম ছড়িয়ে পড়ে।
ভাওয়ালের রাজা তাকে সুন্দরবনের একটি রয়াল বেঙ্গল টাইগার দান করেন | সেই বাঘটিকে শ্যামাকান্ত নাম দিয়েছিলেন গোপাল | ট্রেনে করে বাঘটাকে ঢাকায় নিয়ে বন্ধু পরেশনাথ ঘোষের আখড়ার শিকল দিয়ে বেঁধে রাখেন তিনি | এই বাঘটিকেও বশ করেছিলেন তিনি | বহুবার বাঘ হাত কামড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছিল বাঘটি কিন্তু হার মানেননি শ্যামাকান্ত |
পাটনার নবাব শ্যামাকান্তকে বাঘিনীর সাথে কুস্তি লড়ার আহ্বান জানান | কুস্তিতে জিততে পারলে পুরস্কার দু'হাজার টাকা | শ্যামাকান্ত রাজি হন | চারিদিকে হইচই পড়ে যায় | হাজার হাজার লোক সেই লড়াই দেখতে আসে | সেই বাঘিনীটিকে যুদ্ধে পরাজিত করেন শ্যামাকান্ত | নবাবের থেকে দু'হাজার টাকা, দু'টি আরব ঘোড়া ও বাঘিনী উপহার পান | ১৮৯৪ সালে শ্যামাকান্ত ফ্রেডকুকের ইংলিশ সার্কাসে হিংস্র পশুর খেলা দেখতে শুরু করেন | পেতেন মোটা টাকা বেতন | মাসে ১৫০০ টাকা | এক বছর পর সেই চাকরি ছেড়ে নিজের সার্কাস দল নিয়ে বিভিন্ন জায়গায় খেলা দেখতে থাকেন তিনি | গোটা বাংলায় শোরগোল পড়ে যায় | ১৮৯৭ সালে রংপুরে অবস্থানকালে এক প্রবল ভূমিকম্পে তার সার্কাসের বহু পশু বাড়ি চাপা পড়ে মারা যায় | বেঁচে যায় দুটি বাঘ | প্রবল ক্ষতির সম্মুখীন হন শ্যামাকান্ত | বাঘ দুটিকে নিয়ে শ্যামাকান্ত কলকাতায় চলে আসেন এবং বাঘের সাথে কুস্তি ও অন্যান্য খেলা দেখাতে থাকেন।তার সার্কাসের তাঁবুর বাইরে লেখা থাকত - 'Grand Show of Wild Animals!' বাঘের মুখের ভেতর মাথা ও শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঢুকিয়ে খেলা দেখাতেন তিনি | ১৮ বছর বাঘ সিংহের খেলা দেখিয়েছেন তিনি। সবচেয়ে জনপ্রিয় ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে খেলা। রয়্যাল বেঙ্গলের খাঁচায় ঢুকতেন শ্যামাকান্ত। প্রবল গর্জন করে ছুটে আসত রয়্যাল বেঙ্গল। বাঘের মুখে ডান হাত ঢুকিয়ে রয়্যাল বেঙ্গলকে আলিঙ্গন করতেন শ্যামাকান্ত। এই দৃশ্য দেখে দর্শকদের কেউ আতঙ্কিত, কেউ বিস্মিত।
Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment