Blog

হার দিয়ে শেষ বিশ্বকাপ, আলোচনায় চ্যাম্পিয়ন্স ট্রফি

শ্রীলঙ্কাকে হারিয়ে সেরা আটের সমীকরণ আগেই সহজ করেছিল সাকিব বাহিনী। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালে নিশ্চিত হতো আইসিসি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি

ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস হারলেই নিশ্চিত হবে সাকিব-শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন

১১ নভেম্বর নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিলো টিম টাইগার। পুঁজিটাও খারাপ ছিল না। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ৩০০ রানের গণ্ডি পার করে অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। 

তবে আবারও ব্যার্থ বোলাররা, লড়াইটাও করতে পারলো না তাসকিনরা। এক মিচেল মার্শই যেন হারিয়ে দিলেন বাংলাদেশকে। তার ১৭৭ রানের হার না মানা ইনিংসে ৩০৭ রানের লক্ষ্যও অনায়াসে টপকে গেলো অস্ট্রেলিয়া। পাঁচবারের চ্যাম্পিয়নরা জিতেছে ৮ উইকেট আর ৩২ বল হাতে রেখেই।

বিশ্বকাপের আগে অন্তত সেমিতে যাওয়ার স্বপ্ন ছিলো বাংলাদেশের। প্রথম ম্যাচটা জিতে শুরুটাও হয়েছিলো সুন্দর সকালের মতো উজ্জ্বল করে। তবে পুরো বিশ্বকাপটা আলোকিত হয়নি, বিশ্বকাপে সময় যতই গড়িয়েছে ততই ব্যার্থতার অন্ধকারে ডুবেছে সেমির সেই আশা। যদিও মাঝে শ্রীলঙ্কার সাথে একটা জয় কিছুটা আনন্দ যুগিয়েছে কিন্তু বিশ্বকাপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে হার যেনো সে কথাই মনে করিয়ে দেয়, শেষ খারাপ যার সব খারাপ তাঁর। 

বিশ্বকাপের পয়েন্ট টেবিলে এখন আটে আছে বাংলাদেশ। সাকিব বাহিনীর পরেই অবস্থান লঙ্কানদের। আর একদম তলানিতে বাছাইপর্ব পেরিয়ে আসা নেদারল্যান্ডস। এ ম্যাচে অজিরা ২২ দশমিক ৪ ওভারে জয় পেলেই লঙ্কানদের চেয়ে নেট রানরেট পিছিয়ে যাবে লাল-সবুজেরা। তবে এখন আর সেই সম্ভাবনা নেই।

 

এদিকে আগামী রোববার (১২ নভেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে ডাচরা। ডাচদের নেট রানরেট ঋণাত্মক ১ দশমিক ৬৩৫। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে শুধু জয় পেলেই হবে, স্বাগতিকদের বড় ব্যবধানে হারাতে হবে রোহিত শর্মার দলকে।

Blog Author

Written by

RECIPE REVIEWS

Login to comment