Blog

কাতারে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত

মৃত্যুর সংখ্যা নিয়ে জটিলতা আছে, কোনে খবরে ৬ জন, কোথাও খবর হচ্ছে ৫ জনের, তাই সংখ্যাটি নিয়ে মতভেদ আছে | নিহতদের মরদেহ কখন বাংলাদেশে আনা হবে সেটি এখনও কেউ নিশ্চিত করেনি

রোববার রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেল দোকানের কর্মচারী গাড়ির পার্টস ঝালাই করার সময় পেট্রোলের সংস্পর্শে আগুন লাগে। এ ঘটনায় ঘটনাস্থলে পাঁচজন নিহত হোন
কাতারের ফিরোজ আবদুল আজিজ নামক স্থানে মোটরসাইকেলের দোকানের অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত হয়েছেন।
অগ্নিকাণ্ডের ওই ঘটনায় নিহত ছয়জনের মধ্যে চারজন বাংলাদেশি বাকি দুইজন পাকিস্তানি। নিহত চার বাংলাদেশির মধ্যে দুই জনের বাড়ি ফেনীতে, আরেকজনের বাড়ি নোয়াখালীর সেবার হাটে।
জানা যায়, মীর হোসেন ফরহাদ দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়ন এর সিলোনিয়া সোনাপুর গ্রামের মৃত আবুল খায়ের এর ছেলে। আর নিহত মাহফুজ ফেনী পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের দিস মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা। অপরজন লিটনের বাড়ি নোয়াখালীর সেনবাগে।
Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment