Blog

ডিসমিস্যাল বিতর্কের পর বাংলাদেশের জয়

জয় দিয়ে বিশ্বকাপ শুরু, এরপর টানা ছয় হারে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেটের প্রায় দেড়শো বছরের ইতিহাসে এই ম্যাচেই প্রথম কোনও ক্রিকেটারকে দেরি করে ক্রিজে আসার জন্য আউট হতে হয়েছে – আর তিনি হলেন শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ

দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে সোমবার রাতে ৩ উইকেটে জিতে পরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা জিইয়ে রাখল বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপের এই ম্যাচ ইতিমধ্যেই ক্রিকেটের ইতিহাসে ঢুকে পড়েছে একটি বিরলতম ডিসমিস্যালের কারণে!

 

প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ২৭৯ রানে অল আউট হয়ে গেলে বাংলাদেশ ৪১ ওভার ১ বলে ৭ উইকেটে ২৮২ রান তুলে ম্যাচটি জিতে নেয়।

সেমির দৌড় থেকে আগেই বাদ বাংলাদেশ; শ্রীলঙ্কার আশার প্রদীপ টিমটিম করে জ্বলছিল। বিশ্বকাপ ইতিহাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মত জিতে বাংলাদেশ তাদের সেই স্বপ্নটাও নিভিয়ে দিল।

তবে ম্যাচে জয়-পরাজয় ছাপিয়ে কাল বড় হয়ে উঠেছে 'টাইমড আউট' বিতর্ক। বাংলাদেশে নিজেদের যুক্তি দাঁড় করালেও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান সহ বাংলাদেশ দলকে ধুয়ে দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

তবে বিতর্কের দিনে বাংলাদেশের জন্য সুখবর - ৪১.১ ওভারে রান তাড়া সম্পন্ন করে শ্রীলঙ্কাকে টপকে সাতে উঠে এসেছে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফির আশাটাও তাই জিইয়ে রেখেছে তারা।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment